কিক অফ: ক্লাব ফুটবলে মাঠে নামছে হ্যাভিওয়েটরা
১৭ অক্টোবর ২০২০ ১২:৫৫
আন্তর্জাতিক ফুটবলের পর অবশেষে জমজমাট হচ্ছে ক্লাব ফুটবল। যদিও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ বৃহস্পতিবার রাতেই ক্লাব ফুটবলে ফিরেছে, আর পিএসজির যাত্রা শুরু হয়েছে শুক্রবারে। তবে শনিবারে এসে জমজমাট হচ্ছে লড়াইটা। শনিবার (১৭ অক্টোবর) বিকালে মাঠে নামছে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল, এরপর একে একে মাঠে নামবে, চেলসি, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড। জার্মান বুন্দেস লিগায় সন্ধ্যা সাড়ে ৭টায় বুরুশিয়া ডর্টমুন্ড, পরে বায়ার্ন মিউনিখ। স্প্যানিশ লা লিগায় রাত সাড়ে ১০টায় রিয়াল মাদ্রিদ এবং একটায় বার্সেলোনাও মাঠে নামছে। অর্থাৎ এদিন ইউরোপের সব বড় বড় দলগুলোই মাঠে নামছে।
ইপিএল:
এভারটন বনাম লিভারপুল:
মার্সিসাইড ডার্বি দিয়ে আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে আবারও ইংলিশ প্রিমিয়ার লিগ মাঠে গড়াচ্ছে। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় এভারটনের মাঠ গুডিসন পার্কে নগর প্রতিদ্বন্দ্বী লিভারপুলকে আতিথ্য দেবে চলতি মৌসুমটা উড়ন্ত সুচনা করা কার্লো আনচেলোত্তির এভারটন। ২০২০/২১ মৌসুমে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলা এভারটন জয় লাভ করেছে ৪টিতে। অন্যদিকে নিজেদের শেষ ম্যাচে লজ্জার হারের মুখে পড়তে হয়েছিল অলরেডদের। অ্যাস্টন ভিলার কাছে ৭-২ গোলের ব্যবধানে এদিন হেরেছে ইয়্যুর্গেন ক্লপের দল।
লিভারপুলকে অবশ্য আশা যোগাচ্ছে মার্সিসাইড ডার্বিতে শেষ ১০ ম্যাচে অপরাজিত থাকাটা। শেষ ১০ ম্যাচের ৬টিতে জয় আর ড্র বাকি ৪টি ম্যাচে। গুডিসন পার্কে শেষ দেখায় গোলশূন্য ড্র’তেই অবশ্য শেষ হয়েছিল। কার্লো আনচেলোত্তির অধীনে চলতি মৌসুমটা দুর্দান্ত শুরু করেছে এভারটন। হামেস রদ্রিগেজ এবং ডোমিনিক কালভার্ট লেইনের দুর্দান্ত ফর্মে একের পর এক ম্যাচ জিতেই চলেছে এভারটন। এদিকে করোনার হানা বেশ বিপর্যস্ত লিভারপুল। তবে সবকিছুকে পেছনে ফেলে আবারও জয়ে ফিরতে মরিয়া বর্তমান ইপিএল চ্যাম্পিয়ন লিভারপুল।
সম্ভাব্য একাদশ:
এভারটন: জর্ডান পিকফোর্ড, সেমাস কোলম্যান, মাইকেল কিন, ইয়ারি মিনা, লুকাস ডিহনে, ডকার, অ্যালান, অ্যান্দ্রে গোমেজ, ডমিনিক কালভার্ট লেউইন, রিচার্লিসন এবং হামেস রদ্রিগেজ,
লিভারপুল: অ্যাদ্রিয়ান, অ্যান্ড্রিউ রবার্টসন, ভার্জিল ভ্যান ডাইক, জোসেপ গোমেজ, ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড, জর্জিনো উইনালডাম, ফ্যাবিনহো, জর্ডান হ্যান্ডারসন, সাদিও মানে, রবার্ট ফিরমিনো এবং মোহাম্মদ সালাহ।
* বাংলাদেশ সময় রাত আটটায় এদিন সাউদাম্পটনকে আতিথ্য দেবে চেলসি।
ম্যানচেস্টার সিটি বনাম আর্সেনাল:
শনিবারের সবচেয়ে বড় ম্যাচে মাঠে নামছে দুই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি এবং আর্সেনলা। সিটিজেনদের ঘর ইতিহাদ স্টেডিয়ামে এদিন আতিথ্য নেবে গানার্সরা। এদিন অবশ্য গুরু এবং শিষ্যও একে অপরের বিপক্ষে লড়াইয়ে নামবে। আর্সেনালের কোচের দায়িত্ব গ্রহণের পূর্বে মিকেল আর্তেতা ম্যান সিটি কোচ পেপ গার্দিওলার সহকারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আর্সেনালের হয়ে প্রথম যেবার সিটির মুখোমুখি আর্তেতা সেবার সিটিকে ২-০ গোলে এফএ কাপে পরাজিত করে। তবে প্রিমিয়ার লিগে এটাই এই দুইজনের প্রথম দেখা। বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায় মাঠে নামবে এই দুই দল।
সম্ভাব্য একাদশ:
ম্যানচেস্টার সিটি: এডারসন মোরেয়াস, কাইল ওয়াকার, রুবেন দিয়াজ, এমেরিক লাপোর্তে, বেনজামিন মেন্ডি, ফিল ফোডেন, রদ্রি, ইয়াকি গুন্দোয়ান, বার্নার্দো সিলভা, রিয়াদ মাহারেজ এবং রহিম স্টার্লিং।
আর্সেনাল: বার্নাড লেনো, কাইরেন ট্রিপিয়ের, গ্যাব্রিয়েল, ডেভিড লুইজ, হেক্টোর বেলারিন, বুকায়ো সাকা, থমাস পার্তে, ড্যানিয়েল সেবায়োস, এমিরিক অবামেয়ং, আলেক্সান্ডার লাকাজেথ এবং উইলিয়ান।
নিউক্যাসেল ইউনাইটেড বনাম ম্যানচেস্টার ইউনাইটেড:
বাংলাদেশ সময় রাত ১টায় নিউক্যাসেলের আতিথ্য নেবে ম্যানচেস্টার ইউনাইটেড। সম্প্রতি সময়টা খুব বেশি ভাল কাটছে না রেড ডেভিলদের। নিজেদের শেষ ম্যাচে টটেনহাম হটস্পার্সের কাছে ৬-১ গোলের ব্যবধানে বিধ্বস্ত হয়েছে ওলে গানার সোলশায়ারের দল। অন্যদিকে নিজেদের শেষ ম্যাচে বার্নলিকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে নিউক্যাসেল। তবে ম্যানচেস্টার ইউনাইটেডকে আশা যোগাচ্ছে নিউক্যাসেলের বিপক্ষের পরিসংখ্যান। দুই দলের শেষ চার দেখায় প্রতিবারই জয় ছিনিয়ে নিয়েছে রেড ডেভিলরা। শেষ ১৯ দেখায় কেবল চারবারই জিতেছে নিউক্যাসেল, বিপরীতে রেড ডেভিলদের জয় ১১টি ম্যাচে।
স্প্যানিশ লা লিগা:
রিয়াল মাদ্রিদ বনাম কাদিজ:
চলতি মৌসুমের শুরুটা দুর্দান্ত না হলেও ধীরে ধীরে নিজেদের জাত চেনাতে শুরু করেছে বর্তমান লা লিগার চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লিগে নিজেদের প্রথম ম্যাচে ড্র করলেও পরের তিন ম্যাচে যথাক্রমে রিয়াল বেতিস, রিয়াল ভায়োদোলিদ এবং লেভান্তের বিপক্ষে জয় পেয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। তাই তো নিজেদের ৫ম ম্যাচে লা লিগায় নবাগত কাদিজের বিপক্ষে জয়ের বিকল্প কিছুই ভাবছে না গ্যালাক্টিকোরা। বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় শুরু হওয়া ম্যাচে জয় পেলে শীর্ষস্থান আরও দৃঢ় হবে বর্তমান চ্যাম্পিয়নদের। রিয়ালের ঘরের মাঠ এস্তাদিও আলফ্রেড ডি স্টেফানোতে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
সম্ভাব্য একাদশ:
রিয়াল মাদ্রিদ: আন্দ্রে লুনিন, নাচো ফার্নান্দেজ, রাফায়েল ভারান, সার্জিও রামোস, মার্সেলো, ইস্কো, ক্যাসেমিরো, টনি ক্রুস, মার্কো অ্যাসেন্সিও, ভিনিসিয়াস জুনিয়র এবং করিম বেনজেমা।
কাদিজ: লাদেসমা, আলফোন্সো এস্পিনো, ফালি, জুয়ান কালা, কার্লোস আকাপো, জেন জন্সন, জোসে মারি, জর্জ পম্বো, আলেক্স ফার্নান্দেজ, সালভি সানচেজ এবং আলভারো নেগ্রেডো।
গেতাফে বনাম বার্সেলোনা:
লিগ লিডার রিয়াল মাদ্রিদের সঙ্গে এদিন মাঠে নামছে বার্সেলোনাও। নিজেদের শেষ ম্যাচে সেভিয়ার বিপক্ষে ড্র করলেও এবার জয়ে ফিরতে মরিয়া রোনাল্ড কোম্যানের দল। আন্তর্জাতিক বিরতিটা দুর্দান্ত কেটেছে বার্সার খেলোয়াড়দের। লিওনেল মেসি, আনসু ফাতি কিংবা গ্রিজম্যান দুর্দান্ত খেলেছেন আক্রমণভাগের সবাইই। এছাড়াও ফিলিপ কুতিনহো আছেন দারুণ ফর্মে। সব মিলিয়ে জয়ে ফিরতে মরিয়া বার্সেলোনা।
বাংলাদেশ সময় রাত একটায় শুরু হওয়া ম্যাচটিতে বার্সেলোনা আতিথ্য নেবে গেতাফের।
এদিন বুন্দে লিগায় সন্ধ্যা সাড়ে ৭টায় হফেইনহেইমের বিপক্ষ মাঠে নামবে বুরুশিয়া ডর্টমুন্ড আর রাত সাড়ে ১০টায় বায়ার্ন মিউনিখ খেলবে আমিনিয়া বেইলেফিল্ডের বিপক্ষে।
এছাড়াও সিরি আ’তে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়ায় মাঠে নামছে জুভেন্টাস। রাত ১২টা ৪৫ মিনিটে শুরু হওয়া ম্যাচটিতে জুভেন্টাস খেলবে ক্রোটোনের বিপক্ষে। এছাড়া সন্ধ্যা ৭টায় নাপোলি-আটালান্টা; এবং মিলান ডার্বিতে রাত ১০টায় লড়বে ইন্টার মিলান এবং এসি মিলান।
ইউরোপিয়ান ফুটবল ইতালিয়ান সিরি আ ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব ফুটবল জার্মান বুন্দেস লিগা বার্সেলোনা মিলান ডার্বি ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার সিটি বনাম আর্সেনাল রিয়াল মাদ্রিদ লা লিগা স্প্যানিশ লা লিগা