Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্সিসাইড ডার্বি শেষ হলো ড্র’তে


১৭ অক্টোবর ২০২০ ২০:৩২

হঠাৎ কী হলো লিভারপুলের! অপ্রতিরোধ্যভাবে গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ জেতা দলটি আগের ম্যাচে অ্যাস্টন ভিলার মাঠে ৭-২ গোলে বিধ্বস্ত হয়েছিল। আজ মার্সিসাইড ডার্বিতে এভারটনের বিপক্ষেও পয়েন্ট হারালো ইয়্যুর্গেন ক্লপের দল। দুবার এগিয়ে গিয়েও গুডিসন পার্কে আজ ২-২ গোলের ড্র করেছে লিভারপুল। যদিও চলতি মৌসুমটা উড়ন্ত সুচনা করেছে কার্লো আনচেলোতির এভারটন। এবারের মৌসুমে এটিই এভারটনের প্রথম পয়েন্ট খোয়ানো।

বিজ্ঞাপন

লিগের প্রথম তিন ম্যাচ জেতা বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্ট এখন ১০। ক্লপের দল আছে এখন টেবিলের তিন নম্বরে। এদিকে, আগের চার ম্যাচের সব কটিতে জয় পাওয়া এভারটন ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে।

অ্যাস্টন ভিলার বিপক্ষে সাত গোল হজম করার পর ক্লপ বলেছিলেন, এই দুঃস্মৃতি দ্রুত ভুলে যেতে চায় লিভারপুল। বর্তমান চ্যাম্পিয়নরা আজ শুরুটা করেছিল সেভাবেই। করোনাভাইরাসে আক্রান্ত হওয়া সাদিও মানেকে অনেকদিন পায়নি লিভারপুল। করোনামুক্ত হয়ে আজ মাঠে ফিরে শুরুতেই দলকে এগিয়ে দেন সেনেগাল তারকা। চতুর্থ মিনিটে রবার্টসনের নিচু ক্রস ধরে জোরালো শটে জাল খুঁজে নেন মানে।

একটু পরই বড় একটা ধাক্কা খায় লিভারপুল। প্রতিপক্ষ গোলরক্ষকের কড়া ট্যাকলে মাঠ ছাড়েন ডিফেন্সে লিভারপুলের কাণ্ডারি ভার্জিল ফন ডাইক। ১৯ মিনিটে সমতায় ফেরে এভারটন। হামেশ রদ্রিগেজের কর্ণার কিকে হেড করে ব্যবধান ১-১ করেন মাইকেল কিন।

৩৫ মিনিটে লিভারপুলকে এগিয়ে নেওয়া সুযোগ কাজে লাগাতে পারেননি সাদিও মানে। মোহাম্মদ সালাহ সুযোগ নষ্ট করেন বিরতির আগে। প্রথমার্ধের আর গোল হয়নি। লিভারপুল আবারও এগিয়ে যায় ৭২ মিনিটে। জর্ডান হেন্ডারসনের ক্রস ক্লিয়ার করতে ব্যর্থ হন এভারটনের ইয়েরি মিনা। বল পেয়ে যান মোহাম্মদ সালাহ। গোল করতে ভুল করেননি মিশরিয় তারকা। তবে এই লিডও বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লিভারপুল।

৮১ মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান ক্যালভার্ট লুইন। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে দশ জনের দলে পরিনত হয়ে পরে লিভারপুল। সেই সুযোগ কাজে লাগিয়ে অবশ্য গোল আদায় করতে পারেনি ক্লপের ছাত্ররা। যাতে শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে লিভারপুলকে।

বিজ্ঞাপন

ইংলিশ প্রিমিয়ার লিগ এভারটন লিভারপুল

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর