জয়ে ফিরল ম্যানচেস্টার সিটি
১৮ অক্টোবর ২০২০ ০১:৪৫
নতুন মৌসুমের শুরুটা ভালো হয়নি ম্যানচেস্টার সিটির। লিগের প্রথম তিন ম্যাচের মাত্র একটিতে জিতেছিল পেপ গার্দিওলার দল। যার মধ্যে কদিন আগে লিডস ইউনাইটেডের বিপক্ষে হেরেছিল দলটি। তবে ম্যানসিটি সমর্থকদের জন্য স্বস্তির খবর, আজ শক্তিশালী আর্সেনালকে হারিয়ে জয়ে ফিরেছে গার্দিওলার দল।
নিজেদের ঘরের মাঠ ইতিহাস স্টেডিয়ামে আর্সেনালকে আজ ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ইংল্যান্ডের ঐতিহাসিক দলটির হয়ে একমাত্র গোলটা করেছেন রাহিম স্টার্লিং।
এ নিয়ে লিগে চার ম্যাচ খেলা ম্যানসিটি দ্বিতীয় জয় পেলো। বাকি দুই ম্যাচের একটিতে ড্র, অন্যটিতে হার। যাতে পয়েন্ট টেবিলের ১০ নম্বরে পরে রয়েছে ম্যানচেস্টার সিটি।
ইতিহাদে আজ হাড্ডাহাড্ডি লড়াই-ই হয়েছে। চোট কাটিয়ে ফিরেছিলেন সার্জিও আগুয়েরো। আক্রমণভাগের অন্যতম সেরা তারকার প্রত্যাবর্তনে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে চেয়েছে ম্যানসিটি। ছেড়ে কথা বলেনি আর্সেনালও। দ্বিতীয় মিনিটে গোলের সুযোগ পেয়েছিল ম্যানসিটি। কিন্তু রাহিম স্টার্লিংয়ের পাস ধরে বল পোস্টের বাইরে মেরে সুযোগ হারিয়েছেন রিয়াদ মহারেজ।
২৩ মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন স্টার্লিং। আগুয়েরোর পাস ধরে গোলের শট নিয়েছিলেন ফিল ফোডেন। বল বারে বাধাগ্রস্ত হয়। তবে ফিরতি বল পেয়ে যান ফাঁকায় দাঁড়ানো স্টার্লিং। গোল করতে ভুল করেননি ইংলিশ তারকা।
৪০ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল আর্সেনাল। গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি বুকায়ো সাকা। বিরতির পর সমতায় ফিরতে আক্রমণের গতি বাড়ায় আর্সেনাল। তবে লাভ হয়নি। উল্টো দিকে ম্যানচেস্টার সিটিও গোলের চেষ্টা করে গেছে। কিন্তু গোল আদায় করতে পারেনি দলটি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে সিটি।
এদিকে, লিগে দিনের অপর ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে ৩-৩ গোলের ড্র করেছে চেলসি। লিভারপুল ও এভাটনের মধ্যকার ম্যাচটা ২-২ গোলে ড্র হয়েছে।
আর্সেনাল ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যানচেস্টার সিটি রাহিম স্টার্লিং