Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানি ডিফেন্ডার খালেদ শাফির সঙ্গে চুক্তি করলো কিংস


১৮ অক্টোবর ২০২০ ১৭:৩৬

ঢাকা: দেশের আসন্ন ঘরোয়া ফুটবলকে সামনে রেখে এশিয়ান কোটায় ইরানের ফুটবলার খালেদ শাফির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সেরেছে বসুন্ধরা কিংস। ক্লাবের সভাপতি ইমরুল হাসান নিজে থেকে আজ চুক্তির আনুষ্ঠানিকতা সেরেছেন এই সেন্টার ব্যাকের সঙ্গে।

গত সেপ্টেম্বরে এএফসি ক্লাব কাপ স্থগিত হয়ে গেছে। বসুন্ধরা কিংস এখন নজর দিয়েছে ঘরোয়া ফুটবলে দল সাজাতে। ডিসেম্বর থেকে ফেডারেশন কাপ দিয়ে ঘরোয়া আসরের পর্দা উঠবে। এবারও প্রতিটি দলে চার জন করে বিদেশি ফুটবলার খেলতে পারবে। সেদিকেই চোখ রেখেছে কিংস।

বিজ্ঞাপন

দুই ব্রাজিলিয়ান রবসন আজভেদো দাসিলভা ও জনাথন দ্য মিলভেইরো ফার্নান্দোজের সঙ্গে চুক্তিও সেরে ফেলেছে কিংস। বাকি ছিল শুধু এশিয়ান কোটা। সেটাও চূড়ান্ত হয়ে গেল আজ। আর্জেন্টিনার এরনান বারকোসের সঙ্গে সম্পর্ক ছেদ করেছে কিংস। নতুন বিদেশির সন্ধানে নেমেছে দলটি।

ক্লাব সভাপতি ইমরুল হাসান বলেন, ‘খালেদকে আমরা আগেই পছন্দ করে রেখেছিলাম। কিন্তু নতুন মৌসুমে বিদেশি কোটা ঠিক না হওয়ায় তাকে চূড়ান্ত করতে পারছিলাম না। চার জনের সিদ্ধান্ত আসায় ইরানি ৩৩ বছর বয়সী এ ডিফেন্ডারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আজ চুক্তির কাজ সেরে নিলাম।’

এরনান বারকোসের বিদায়ের পর নতুন মৌসুমের জন্য একজন ভালো স্ট্রাইকারের সন্ধানে নেমেছে বসুন্ধরা কিংস। ইমরুল জানান, ‘মৌসুমের দলবদলের সময়ের মধ্যে একজন ভালো স্ট্রাইকারের সঙ্গে চুক্তির কাজ সেরে ফেলবো। কিছু সিভি আছে আমাদের কাছে।’

খালেদ সবশেষ ইরানের অন্যতম শীর্ষ ক্লাব সেপাহান ক্লাবের হয়ে খেলেছেন। পার্সিয়ান গালফ প্রো লিগে খালেদের পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করে।

বিজ্ঞাপন

টানা ক্যাম্প শেষে বসুন্ধরার অন্য ফুটবলারদের ১৫ দিনের ছুটি দেয়া হয়েছে। কিংসের কোচ অস্কার ব্রুজন ১০ দিনের ছুটিতে স্পেন যাচ্ছেন। ছুটি শেষে আবারও শুরু হবে ক্যাম্প।

ইরানি ডিফেন্ডার খালেদ শাফি চুক্তিবদ্ধ বসুন্ধরা কিংস বসুন্ধরা কিংসে ইরানি ডিফেন্ডার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর