Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ রাসেল শ্যূটিংয়ে বাকির ব্রোঞ্জ জয়


১৮ অক্টোবর ২০২০ ২২:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশ শ্যূটিং স্পোর্ট ফেডারেশন কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক এয়ারগান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছেন বাংলাদেশের আবদুল্লাহ হেল বাকি।

এই টুর্নামেন্ট থেকে বাংলাদেশের পদক এই একটিই। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে ছয় জনের মধ্যে পঞ্চম হয়েছেন বাংলাদেশের সৈয়দা আতকিয়া হাসান দিশা। তার স্কোর ছিল ৬১৬.৪। আর ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জয়ী বাকি স্কোর করেছেন ৬১৭.৩।

আজ রোববার (১৮ অক্টোবর) অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে এই প্রতিযোগিতা। পুরুষ বিভাগে ৬৩০.৯ স্কোর গড়ে স্বর্ণ জিতেছেন জাপানের নায়ো ওকাদা। ৬২৩.৮ স্কোর করে রৌপ্য পদক জিতেছেন ভারতের শাহু তুষার।

বিজ্ঞাপন

মেয়েদের ১০ মিটারে ৬২৭.৫ স্কোর গড়ে স্বর্ণ জিতেছেন ভারতের ইলাভেরিন। ৬২২.৬ স্কোর গড়ে রৌপ্য জিতেছেন জাপানের শিয়োরি হিরাতা। আর ৬০১.২১ স্কোর গড়ে ব্রোঞ্জ পেয়েছেন ইন্দোনেশিয়ার বিদ্যা রাফিকা।

বাংলাদেশসহ সাতটি দেশ অংশ নিয়েছিল প্রতিযোগিতাটিতে। বাকি দেশগুলো হলো জাপান, ভারত, ভূটান, পাকিস্তান, কোরিয়া ও ইন্দোনেশিয়া।

উল্লেখ্য, প্রতিযোগিতায় প্রাইজমানি হিসেবে স্বর্ণজয়ীরা ১০০০, রৌপ্যজয়ীরা ৭০০ ও ব্রোঞ্জজয়ীরা ৫০০ মার্কিন ডলার পেয়েছেন।

আবদুল্লাহ হেল বাকি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদ শেখ রাসেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর