রোমাঞ্চকর দুই সুপার ওভার শেষে পাঞ্জাবের জয়
১৯ অক্টোবর ২০২০ ০৯:২৪
মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৭৬ রান তুলতে সক্ষম হয়। জবাবে ব্যাট করতে নেমে কিংস ইলেভেন পাঞ্জাব নির্ধারিত ২০ ওভার শেষে থামে মুম্বাইয়ের সমান ১৭৬ রানেই। খেলা গড়ায় সুপার ওভারে। আর রোমাঞ্চ তো সেখানেই, সুপার ওভারে মাত্র ৫ রান করে মুম্বাই। ৬ বলে ৬ রান করতে নেমে পাঞ্জাব থামে ৫ রানে, খেলা আবারও টাই তাই আবারও মাঠে গড়াবে সুপার ওভার। দ্বিতীয় সুপার ওভারে মুম্বাই ১২ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় পাঞ্জাবকে। একই ম্যাচে দুইবার জয়ের সুযোগ হাতছাড়া করলেও তৃতীয়বারে এসে আর হাতছাড়া করেনি পাঞ্জাব। দ্বিতীয় সুপার ওভারে ক্রিস গেইল এবং মায়াঙ্ক আগারওয়াল দুই বল হাতে রেখেই দলকে জয় এনে দেয়। এ যেন হলিউডের কোনো থ্রিলার সিনেমার থেকেও বেশি থ্রিলার।
ইংল্যান্ডের অনুষ্ঠিত ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের পর সুপার ওভার নিয়ে সমালোচনা শুরু হয়ে আর এরপরেই আইসিসি সুপার ওভারের নিয়মে পরিবর্তন আনে। গত বিশ্বকাপ ফাইনালে চার-ছক্কার সংখ্যার বিচারে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। এরপর আইসিসি’র কড়া সমালোচনার পর নিয়ম পাল্টায়। নতুন নিয়ম অনুযায়ী ম্যাচের ফয়সালা না হওয়া পর্যন্ত একের পর এক সুপার ওভার চলবেই। আজই প্রথমবার নতুন নিয়ম দেখা গেল ক্রিকেট মাঠে।
দুবাইয়ে আগে ব্যাট করে কুইন্টন ডি কক (৫৩), কাইরোন পোলার্ডের ঝড়ো ১২ বলে ৩৪ রানে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স তোলে ১৭৬ রান। মাত্র ১৭৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেন পাঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুল। ৫১ বলে ৭৭ রানের ইনিংস খেলে রাহুল যখন মাঠ ছাড়ছিলেন তখনও পাঞ্জাবের প্রয়োজন ছিল ১৫ বলে মাত্র ২৪ রান।
প্রথম সুপার ওভারে মুম্বাইয়ের জাসপ্রিত বুমরাহ দুর্দান্ত বোলিংয়ে লোকেশ রাহুল এবং নিকোলাস পুরান মাত্র ৫ রান তুলতে সক্ষম হয়। জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে মুম্বাইও থামে ৫ রানে। আর ম্যাচ গড়ায় ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয় সুপার ওভারে। এবার উইকেটে আসেন মুম্বাইয়ের দুই হার্ড হিটার কাইরন পোলার্ড এবং হার্দিক পান্ডিয়া।
ক্রিস জর্ডানের করা দ্বিতীয় সুপার ওভারে ১১ রান তোলে মুম্বাই। এবার পাঞ্জাবের হয়ে ব্যাট করতে আসেন ইউনিভার্সাল গ্রুপ ক্রিস গেইল এবং মায়াঙ্ক আগারওয়াল। ট্রেন্ট বোল্টের ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকান গেইল তখন ৫ বলে আর মাত্র ৬ রানের দরকার পাঞ্জাবের। পরের বলে সিঙ্গে নিয়ে আগারওয়ালকে স্ট্রাইক দেন গেইল। আর টানা দুই বলে দুটি বাউন্ডারিতে দুই বল হাতে রেখেই জয় তুলে নেয় পাঞ্জাব।
আর আরও রোমাঞ্চকর ব্যাপার হচ্ছে, এদিন আইপিএলে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটিও নিষ্পত্তি হয়েছে সুপার ওভারে। সেখানে শেষ পর্যন্ত জয় পেয়েছে কলকাতা।
স্কোরকার্ড:
মুম্বাই ইন্ডিয়ান্স: ১৭৬/৬; (ডি কক ৫৩, পোলার্ড ৩৪*); (শামি ৩/৩০, আর্শদিপ ২/৩৫)
কিংস ইলেভেন পাঞ্জাব: ১৭৬/৬; (রাহুল ৭৭, পুরান ২৪); (বুমরাহ ৩/২৪, চাহার ২/৩৩)
ফলাফল: ম্যাচ টাই।
সুপার ওভার:
কিংস ইলেভেন পাঞ্জাব: ৫/১; (রাহুল ৪, হুডা ১); (বুমরাহ ১/৫)
মুম্বাই ইন্ডিয়ান্স: ৫/১; (ডি কক ৩, শর্মা ২*); (শামি ০/৫)
ফলাফল: সুপার ওভারে ম্যাচ টাই।
দ্বিতীয় সুপার ওভার:
মুম্বাই ইন্ডিয়ান্স: ১১/১; (পান্ডিয়া ১, পোলার্ড ৭*); (জর্ডান ০/১১)
কিংস ইলেভেন পাঞ্জাব: ১৫/০; (গেইল ৭*, আগারওয়াল ৮*); (বোল্ট ০/১৫)
ফলাফল: সুপার ওভারে পাঞ্জাব জয়ী।
বাংলাদেশের দর্শকরা আইপিএল-এর সব ম্যাচ সরাসরি দেখতে পারবেন জিটিভিতে। এছাড়া কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই অনলাইনে দেখা যাবে র্যাবিটহোলবিডি’র ওয়েবসাইট www.rabbitholebd.com-এ।
আইপিএল ক্রিস গেইল দুই সুপার ওভার পাঞ্জাবের জয় মুম্বাই বনাম পাঞ্জাব সুপার ওভার