অস্ত্রোপচার করাতে হচ্ছে ভ্যান ডাইককে
১৯ অক্টোবর ২০২০ ১২:২৭
২০১৮ সালে সে সময়কার রেকর্ড পরিমাণ অর্থের বিনিময়ে অ্যানফিল্ডে নাম লিখিয়েছিলেন ডাচ সেন্টার ব্যাক ভার্জিল ভ্যান ডাইক। আর ২০১৮ এর সেপ্টেম্বর থেকে ২০২০ সালের অক্টোবরের ১৭ তারিখ পর্যন্ত লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগের সম্ভাব্য ৯৫টি ম্যাচই খেলেছেন তিনি। এভারটনের বিপক্ষে এই সেন্টার ব্যাকের ইনজুরি নিয়ে অল রেড কোচ ইয়্যুর্গেন ক্লপ সেদিনই বলেছিলেন, আমি জানি না ওর ইনজুরির কি অবস্থা কিন্তু সেটা ভালো মনে হচ্ছে না। আর এর একদিন পরে এল দুঃসংবাদ, লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় অস্ত্রোপচার করাতে হচ্ছে ভ্যান ডাইককে আর সেখান থেকে ফিরতে অপেক্ষা করতে হবে অন্ততপক্ষে ছয় মাস কিংবা তারও বেশি।
শনিবার মার্সিসাইড ডার্বিতে ম্যাচের ১১তম মিনিটেই পায়ে আঘাত পেয়ে মাঠ ছাড়েন ভ্যান ডাইক। খেলার আট মিনিটের মাথায় এভারটনের ডি বক্সে ঢুকে পড়লে জর্ডান পিকফোর্ড ফাউল করে বসেন ভ্যান ডাইককে। আর সঙ্গে সঙ্গে ব্যথায় চিৎকার দিয়ে ওঠে ভ্যান ডাইক। মাটিয়ে লুটিয়ে তখনও গড়াগড়ি করছিলেন ভ্যান ডাইক, এরপর চিকিৎসকরা মাঠে আসলেন আর একটু পরেই জানালেন তিনি আর খেলতে পারবেন না। তাই তো বাধ্য হয়েই ক্লপকে বদলি খেলোয়াড় নামাতে হলো। আর ম্যাচ শেষ ক্লপ জানালেন ভ্যান ডাইকের ইনজুরির অবস্থা ভালো না।
ম্যাচ শেষে সংবাদসম্মেলনে ক্লপ বলেন, ‘আমি আসলে জানি না এটা কতটা ভয়াবহ, আমি সত্যিই জানি না তবে অবস্থা ভালো দেখাচ্ছে না। ভার্জিল আমাদের হয়ে টানা কতটি ম্যাচ খেলেছে তা আমার হিসেবের বাইরে। ও ব্যথা নিয়েও খেলেছে, যখন ও খেলে তখন নিজের সর্বোচ্চটুকু দিয়েই খেলে। কিন্তু আজ ও আর খেলতে পারেনি। এটা ভালো লক্ষণ নয়।’
শঙ্কা যা ছিল সেটাই ঘটেছে। লিগামেন্টের চোটে পড়ে এবার অস্ত্রোপচারে করাতে হচ্ছে এই ডাচ ডিফেন্ডারকে। ফুটবলারদের জন্য এ চোটটা বড় ধরনের এক অভিশাপই বটে। সুস্থ হতে সময়ের প্রয়োজন পড়ে অন্ততপক্ষে ছয় মাস; আর সেখান থেকে ফিরলেও খেলোয়াড়টি আর আগের গতিতে ফিরতে পারেননা।
রোববার অফিসিয়াল বিবৃতিতে লিভারপুল নিশ্চিত করেছে ভ্যান ডাইকের লিগামেন্টে অস্ত্রোপচারের ব্যাপারটি। তবে তারা জানায়নি তার সুস্থ হয়ে উঠতে ঠিক কতটা সময়ের প্রয়োজন। এব্যাপারে তারা জানিয়েছে, ‘এই পর্যায়ে ভ্যান ডাইকের ফিরতে কত দিন লাগবে, সেটা বলা যাচ্ছে না। অস্ত্রোপচারের পর ক্লাবের চিকিৎসক দলের পরামর্শ অনুযায়ী পুনর্বাসন প্রক্রিয়ায় অংশ নেবেন তিনি, যাতে যত দ্রুত সম্ভব পূর্ণ ফিটনেস নিয়ে আবারও মাঠে ফিরতে পারেন।’
লিভারপুলের বিবৃতির পর ব্যক্তিগতভাবেই বিবৃতি দিয়েছেন এই ডিফেন্ডার, ‘আজ বিকেলে আমি একজন শীর্ষস্থানীয় চিকিৎসকের সঙ্গে দেখা করেছি। গতকাল যা হয়েছে, তারপর আমার সেরে ওঠার প্রক্রিয়াটা কেমন হওয়া উচিৎ, সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি। আমার মনোযোগ এখন সম্পূর্ণরূপে ঠিকঠাক ফিরে আসার দিকে। দ্রুত মাঠে ফিরে আসার জন্য যা যা করা দরকার আমি তাই-ই করব।’
অতীতে লিগামেন্ট ইনজুরির পর ফুটবলে ফিরে মাঠ মাতিয়েছেন অনেক কিংবদন্তি। এই তালিকায় আছেন রবার্তো বাজ্জিও, আলেসান্দ্রো দেল পিয়েরো, অ্যালান শিয়ারার, ইব্রাহিমোভিচ, রাদামেল ফালকাও, ফ্রান্সেসকো টট্টি, রুড ভ্যান নিস্টলরয়, রয় কিন, জাভি হার্নান্দেজও। তাই স্বপ্ন দেখতেই পারেন ভ্যান ডাইকও।
অস্ত্রোপচার ডাচ ডিফেন্ডার দীর্ঘ সময় মাঠের বাইরে ভার্জিল ভ্যান ডাইক লিগামেন্ট ইনজুরি লিভারপুল ডিফেন্ডার