জয়ে ফিরল রাজস্থান, ধোনিরা তলানিতে
২০ অক্টোবর ২০২০ ০১:৩৯
দলে টি-টোয়েন্টি স্পেশালিস্ট বড় তারকার অভাব নেই। তবুও কেন জানি জিততে পারছিল না রাজস্থান রয়্যালস। জস বাটলার ঝড়ে আজ সেই আক্ষেপটা ঘুচেছে দলটির। চেন্নাই সুপার কিংসকে সাত উইকেটে হারিয়ে প্লে-অফের সম্ভবনা টিকিয়ে রাখল রাজস্থান।
দশ ম্যাচে চতুর্থ জয় পাওয়া দলটি এখন পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে। অন্যদিকে ১০ ম্যাচে সপ্তমবারের মতো হেরে যাওয়া মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস নেমে গেছে পয়েন্ট টেবিলের তলানিতে। দশ ম্যাচে ধোনিদের পয়েন্ট ৬।
আবু ধাবিতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন মহেন্দ্র সিং ধোনি। আগে ব্যাটিং করতে নেমে তার দল মোটেও সুবিধা করতে পারেনি। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৫ রানের বেশি তুলতে পারেনি দলটি। দুই ওপেনার স্যাম কুরান ও ফাফ ডু-প্লেসি শুরুটা করেছিলেন মন্থর। পরে জোফরা আর্চার, শ্রেয়াস গোপাল, রাহুল তেওয়াতিয়াদের বিপক্ষে ভালো ব্যাটিং করতে পারেননি চেন্নাইয়ের পরবর্তী ব্যাটসম্যানরাও।
ছয় নম্বরে নেমে ৩০ বলে ৩৯ রান করেছেন রবীন্দ্র জাদেজা, এটাই চেন্নাইয়ের পক্ষে সেরা স্কোর। ২৮ বলে ২৮ করেছেন ধোনি। রাজস্থানের হয়ে গোপাল ১৪, তেওয়াতিয়া ১৮ ও আর্চার ২০ রানে একটি করে উইকেট নেন।
পরে জবাব দিতে নেমে শুরুতে ব্যাটিংয়ে ভুগেছে রাজস্থানও। ২৮ রানে তিন উইকেট হারায় দলটি। তবে পাঁচে নেমে জস বাটলার যা খেললেন তাতে বাজে শুরু নিয়ে আক্ষেপ করতে হয়নি রাজস্থানকে। মাত্র ৪৮ বল খেলে ৭টি চার ২টি ছয়ে ৭০ রানে অপরাজিত ছিলেন বাটলার। ১৭.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য ১২৬ রান তুলে ফেলে রাজস্থান। রাজস্থানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেছেন স্টিভেন স্মিথ।
বাংলাদেশের দর্শকরা আইপিএল-এর সব ম্যাচ সরাসরি দেখতে পারবেন জিটিভিতে। এছাড়া কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই অনলাইনে দেখা যাবে র্যাবিটহোলবিডি’র ওয়েবসাইট www.rabbitholebd.com-এ।