চট্টগ্রামে সিদ্দিকুরের শিরোপা ধরে রাখার মিশন
১৩ মার্চ ২০১৮ ১১:৫৯
স্টাফ করেসপন্ডেন্ট
দেশের মাটিতে আবারও শিরোপা ধরে রাখার সুযোগ পাচ্ছেন সিদ্দিকুর রহমান। গত বছরে চিটাগং ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন, সামনের ২১ মার্চ থেকে ২৪ মার্চ ভাটিয়ারি গলফ ক্লাবে আবারও শুরু হচ্ছে সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস চিটাগং ওপেন ২০১৮।
সিদ্দিকুরসহ সব মিলে ১২৬ জন পেশাদার গলফার এবারের আসরে অংশগ্রহণ করবেন। বিপিজিএ (বাংলাদেশ প্রফেশনাল গলফারস অ্যাসোসিয়েশন) এবং পিজিটিআই (প্রফেশনাল গলফ ট্যুর অব ইন্ডিয়া) যৌথ আয়োজিত এই টুর্নামেন্টে প্রাইজমানি থাকছে ৫০ লাখ টাকা।
কাল প্যান প্যাসিফিক সোনারগাওঁ-এ এক সংবাদ সম্মেলনে টাইটেল স্পন্সর ঘোষণা করা হয়। সে সময় সেখানে উপস্থিত ছিলেন সোহেল আর.কে. হোসেইন, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও সিটি ব্যাংক; মাশরুর আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, সিটি ব্যাংক; আসিফ ইব্রাহিম, প্রেসিডেন্ট বিপিজিএ; রিজওয়ান বিন ফারুক, চেয়ারম্যান রিজইভেন্টস্; মেজর এমদাদুল ইসলাম (অব:), চেয়ারম্যান মিডিয়া কমিটি; বিজিসিসি, হানিফ জাকারিয়া, চিফ কমার্শিয়াল অফিসার, রিজেন্ট এয়ারওয়েজ এবং আবুল হাসনাত, লিড ব্রান্ডিং এবং মার্কেট আউটরিচ, বিএসআরএম।
সারাবাংলা/ এএম/এসএন