রুবেলকে টপকে শীর্ষ উইকেট শিকারি সাইফউদ্দিন
২১ অক্টোবর ২০২০ ১৯:৫৫
বিসিবি প্রেসিডেন্ট’স কাপে আজকের ম্যাচটি গড়ানোর আগ পর্যন্ত সেরা উইকেট শিকারি ছিলেন অভিজ্ঞ পেসার রুবেল হোসেন। তাকে টপকে আজ সেরা উইকেট শিকারি বনে গেলেন তরুণ পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। মাহমুদউল্লাহ রিয়াদ একাদশের পেসার রুবেল হোসেনের শিকার ছিল চার ম্যাচ থেকে ১০ উইকেট। সমান সংখ্যক ম্যাচে সাইফউদ্দিনের শিকার ১২টি।
বুধবার (২১ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অঘোষিত সেমিফাইনালে তামিম ইকবাল একাদশের এই পেসার ৮.৩ ওভারে মাত্র ২৬ রানের বিনিময়ে তুলে নিয়েছেন ৫ উইকেট।
বিস্ময়ের ব্যাপার হল, তিন দলের বিসিবি প্রেসিডেন্টস কাপে বোলিং বিভাগে পেসারদেরই জয়জয়কার। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকা প্রথম পাঁচজনই পেসার।
১২ উইকেট নেয়া সাইফউদ্দিনের পরেই ১০ উইকেট নিয়ে টুর্নামেন্টের শীর্ষ দুইয়ে রুবেল হোসেন। তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন তামিম একাদশের আরেক পেসার মোস্তাফিজুর রহমান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তার শিকার তিনটি ও মোট উইকেট সাতটি। চারে থাকা মাহমুদউল্লাহ একাদশের ইবাদত হোসেনেরও শিকার সাত উইকেট। আর পাঁচে থাকা শান্ত একাদশের আল-আমিন হোসেন নিয়েছেন ছয় উইকেট।
আজ বৃষ্টির কারণে ৪১ ওভারে নেমে আসা ম্যাচে সাইফউদ্দিনের দাপুটে বোলিংয়ে ৩৮.৩ ওভারে ১৬৫ রানে গুটিয়ে যায় শান্ত একাদশ। ফাইনাল খেলতে হলে এ ম্যাচে জেতার বিকল্প নেই তামিমদের সামনে।