হারের দায় আমার, বিশ্বাস আছে বদলাতে পারব: জিদান
২২ অক্টোবর ২০২০ ১০:৩৬
হঠাৎ কি হলো রিয়াল মাদ্রিদের? এই তো গেল মৌসুমেই লা লিগার শিরোপা পুনরুদ্ধার করল, এরপর ২০২০/২১ মৌসুমের শুরুটাও দারুণ। লা লিগার ৫ম রাউন্ড শেষেও পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে ক্লাবটি। তবে লিগে নিজেদের ৫ম ম্যাচে নবাগত কাদিজের বিপক্ষে ঘরের মাঠেই ১-০ গোলের ব্যবধানে হেরে বসে লস ব্ল্যাঙ্কোসরা। আর এরপরে টানা দ্বিতীয় ম্যাচেও হেরে বসে। এবার অবশ্য উয়েফা চ্যাম্পিয়নস লিগে। গ্রুপ পর্বে শাখতার দোনেৎস্কের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে ৩-২ ব্যবধানে হারে জিনেদিন জিদানের দল। এমন অপ্রত্যাশিত হার আর খারাপ পারফরম্যান্সের দায় নিজের কাঁধে তুলে নিলেন জিদান আর জানালেন তিনি বিশ্বাস করেন এখান থেকে ঘুরে দাঁড়াতে পারবেন।
হারের দায় কাঁধে নিয়ে জিদান বলেন, ‘এমন হারের জন্য আমি দায়ি। প্রথমার্ধে আমরা খুব বাজে খেলেছি এবং অনেক ছোট ছোট জিনিস যেগুলো আমরা ভালো করিনি। আমাদের খেলোয়াড়রা প্রথম মিনিট থেকেই চেষ্টা করেছে ওদের ওপর চাপ দিতে। কিন্তু যখনই আমরা প্রথম গোলটি হজম করেছি তখনই সব পাল্টে গেছে।’
পড়ুন: পাঁচ গোলের ম্যাচে রিয়ালের হার
সার্জিও রামোস ছিলেন না। অধিনায়কের অনুপস্থিতিতে রিয়াল মাদ্রিদের রক্ষণভাগ ছিল ছন্নছাড়া। ওদিকে, মাঝমাঠকেও বারবার মনে হলো আলগা। এই সুযোগটা দারুণভাবে হয়েছে শাখতার দোনেৎস্ক। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে রিয়ালকে আজ ৩-২ গোলে হারিয়েছে ইউক্রেনের ক্লাবটি।
শাখতার তিনটি গোলই করেছে প্রধমার্ধে। আর রিয়াল মাদ্রিদ দুই গোল করেছে দ্বিতায়ার্ধে। অর্থাৎ একটা সময় শাখতারের বিপক্ষে ৩-০ গোলে পিছিয়ে ছিল মাদ্রিদের ক্লাবটি। শাখতারের পক্ষে গোল করেছেন ম্যাতেউস তেতে ও মানোর সলোমন। অপর গোলটি আত্মঘাতি। আর রিয়াল মাদ্রিদের পক্ষে গোল দুটি করেছেন লুকা মদ্রিচ ও ভিনিসিয়াস জুনিয়র।
তবে দ্বিতীয়ার্ধে খেলার নিয়ন্ত্রণ নিলেও তা বড্ড দেরি হয়ে গেছে তখন। এই ম্যাচ তো গেল কিন্তু সামনে আসছে মহারণ এল ক্লাসিকো। বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম ন্যু’তে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি হবে দুই দল। সেখানেও কি তবে এমন পারফরম্যান্সই দেখাবে রিয়াল? জিদানের উত্তর ‘না’ তার দল ঘুরে দাঁড়াবে।
‘আমাদের একটা সমাধান খুঁজে বের করতে হবে এবং আমরা সেটা বের করব। আমরা জানি আমাদের অবস্থান, এটা আমাদের দ্বিতীয় খারাপ ম্যাচ। তবে আমাদের এর থেকে বেরিয়ে আসতে হবে এবং শনিবারের জন্য প্রস্তুত হতে হবে। আমাকে কোনো কিছুর জন্য জবাবদিহিতা করতে হবে না। আমরা শনিবার যথাসময়ে উপস্থিত থাকব। এবং আমরা ম্যাচের জন্য পুরোপুরিভাবেই প্রস্তুত হয়ে যাবো।’
এমন ছন্নছাড়া রিয়াল মাদ্রিদ ঠিক কবে খেলেছে তা খুঁজে বের করা মুশকিল। আর তাই তো এই সমস্যার সমাধানটা দ্রুতই করতে হবে জিদানকে। তিনি বিশ্বাসও করেন এই সমস্যার সমাধান করা সম্ভব। ‘সমাধান? আমি জানি আমার সেই ক্ষমতা আছে এবং আমি সমাধান বের করার চেষ্টা করব। এটা পরিস্কার যে খেলোয়াড়রা সবকিছু করতে প্রস্তুত আছে। তবে এতে এই হার পরিবর্তন হয়ে যাবে না। মনে রাখতে হবে এটা টানা দ্বিতীয় ম্যাচে আমাদের এমন পারফরম্যান্স।’
২০২০/২১ মৌসুম উয়েফা চ্যাম্পিয়নস লিগ এল ক্লাসিকো জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদ স্প্যানিশ লা লিগা