Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টপ অর্ডারের পারফরম্যান্সে চিন্তিত নন ডমিঙ্গো


২২ অক্টোবর ২০২০ ১৮:৩৯ | আপডেট: ২২ অক্টোবর ২০২০ ১৮:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিসিবি প্রেসিডেন্ট’স কাপের গ্রুপ পর্বের খেলা শেষ। ফাইনাল অনুষ্ঠিত হবে দুদিন পর। গ্রু পর্বের ম্যাচগুলোতে বোলাররাই রাজত্ব করেছেন। বিশেষ করে পেস বোলাররা ছিলেন দুর্দান্ত। মিডল অর্ডারের ব্যাটসম্যানরা কয়েক ম্যাচ পর রান পাওয়া শুরু করেছিলেন। তবে টপ অর্ডার ছিল পুরোপুরিই ব্যর্থ।

তামিম একাদশ, নাজমুল একাদশ ও মাহমুদউল্লাহ একাদশ- এই তিন দলের কোনো দলের টপ অর্ডারই সুবিধা করতে পারেননি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তামিম ইকবাল ৫৭ রান করেছেন। টপ অর্ডারের ব্যাটসম্যানদের মধ্যে এটাই একমাত্র বলার মতো ইনিংস।

লিটন দাস, সৌম্য সরকার পুরো ব্যর্থ। রান পাননি তরুণ নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, নাঈম শেখরাও। বয়সভিত্তিক দলে নজর কাড়া তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেনরা রান করতে পারেননি। শুরুতেই দুই তিন উইকটে পড়ে যাওয়া ঘটনা দেখা গেছে প্রায় প্রতি ইনিংসেই। তবে বিষয়টি নিয়ে চিন্তিত নন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

বিজ্ঞাপন

মহামারী করোনাভাইরাসের কারণে প্রায় সাত মাস ধরে ক্রিকেটের বাইরে ছিলেন ক্রিকেটাররা। ঠিকভাবে অনুশীলনও করতে পারেননি অনেকে। ফলে টপ অর্ডারের এমন পারফরম্যান্স খুব একটা চিন্তার কারণ নয় বলছেন হেড কোচ। তাছাড়া বোলিং বান্ধব উইকেট ও পেসারদের দুর্দান্ত ফর্মের কথাও উল্লেখ করলেন দক্ষিণ আফ্রিকান কোচ।

টাইগার কোচ

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার প্রসঙ্গ উঠলে ডমিঙ্গো বলছিলেন, ‘আমি খুব খুশি। আমি মনে করি এই টুর্নামেন্টটি দারুণ মনোযোগ দিয়ে খেলেছে সবাই। আপনি দেখেছেন মাঠে ছেলেরা কতটা চেষ্টা করেছে, বোলাররা নিংড়ে দিয়ে বোলিং করেছে। অবশ্যই, আমরা আরও কিছু রান পেলে দারুণ হতো। তবে আপনাকে এটাও বুঝতে হবে যে ছেলেরা প্রায় সাত মাস ধরে কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেনি। কয়েকজন ব্যাটসম্যান অনুশীলনে যোগ দিয়েছিল টুর্নামেন্ট শুরুর এক বা দুই সপ্তাহ আগে।’

দীর্ঘ বিরতির পর ক্রিকেটাররা বেশ কয়েকটা প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে পারছেন এটাকেই প্রাপ্তি বলছেন হেড কোচ, ‘কোচ হিসেবে আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে খেলেরা কিছু ম্যাচ খেলছে। ম্যাচ খেলার চেয়ে বড় অনুশীলন আর নেই। তাছাড়া প্রতিটা ম্যাচই প্রতিযোগিতামূলক হয়েছে। উইকেটগুলো (রান তোলার ক্ষেত্রে) সহজ ছিল না। আমি মনে করি, সেই কারণেই ব্যাটসম্যানদের সংগ্রাক করতে দেখেছেন। কিছু তরুণ ক্রিকেটার দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। মুশফিকু, রিয়াদ (মাহমুদউল্লাহ), তামিমের মতো কিছু সিনিয়র ক্রিকেটার রান পেয়েছে। মূল বিষয়টা হলো ছেলেরা কিছু প্রতিযোগিতামূলক ক্রিকেট ম্যাচ পেয়েছে।’

টপ অর্ডার ব্যাটসম্যান তামিম একাদশ বিসিবি প্রেসিডেন্ট'স কাপ মাহমুদউল্লাহ একাদশ রাসেল ডমিঙ্গো

বিজ্ঞাপন

আড়ংয়ে চাকরির সুযোগ
১০ জুলাই ২০২৫ ১২:০৫

আরো

সম্পর্কিত খবর