Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অধিনায়ক তামিমে আশাবাদী হেড কোচ


২২ অক্টোবর ২০২০ ২১:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিম ইকবাল বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হওয়ার পর সাত মাস পেরিয়ে গেছে। কিন্তু এখনো একটা ম্যাচেও নেতৃত্ব দেওয়া হয়নি অভিজ্ঞ ওপেনারের! মার্চের জিম্বাবুয়ে সিরিজে মাশরাফি বিন মর্তুজার বিদায়ের পর তামিমকে সবে অধিনায়ক করা হয়েছে, করোনাভাইরাস বিশ্বসে স্তব্ধ করে দিল তার পরপরই।

এবারই প্রথম পূর্ণমেয়াদে অধিনায়কত্ব পাওয়া তামিম অবশ্য এর আগে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিয়েছেন অনেকবার। গত ওয়ানডে বিশ্বকাপের পর তার নেতৃত্বেই শ্রীলঙ্কায় গিয়ে তিনটি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। ২০১৭ সালে তৎকালিন নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিমের চোটের কারণে নিউজিল্যান্ডে একটা টেস্টেও নেতৃত্ব দিয়েছেন তিনি। তবে ক্রিকেট দলের বর্তমান হেড কোচ রাসেল ডমিঙ্গোর সেসব দেখা হয়নি।

বিজ্ঞাপন

চলতি প্রেসিডেন্ট’স কাপে তামিম একাদশকে নেতৃত্ব দিয়েছেন তামিম। ডমিঙ্গো অধিনায়ক তামিমকে কাছ থেকে দেখেছেন এই কয়েকটা ম্যাচেই। ফলে এখনই তামিমের অধিনায়কত্ব নিয়ে মন্তব্য করতে চাইলেন না। তবে দক্ষিণ আফ্রিকান এই কোচ আশাবাদি, নেতা হিসেবে বেশ ভালোই করবেন তামিম।

টাইগার কোচ

বুধবার (২২ অক্টোবর) ভার্চূয়ালী সংবাদমাধ্যমের মুখোমুখি হলে তামিমের নেতৃত্ব নিয়ে প্রশ্ন করা হলো ডমিঙ্গোকে। দক্ষিণ আফ্রিকান কোচের উত্তর, ‘অধিনায়কত্ব ও নেতৃত্বের ধরণ নিয়ে তামিমের সঙ্গে আলোচনা হয়েছে আমার। সে কীভাবে এগুতে চায় সে বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের এখনও কয়েকটি বিষয় নিয়ে কাজ করার বাকি আছে। কেবল (প্রেসিডেন্ট’স কাপের) তিনটি ম্যাচ দেখে তাকে বিচার করা কঠিন। সে এখানে এমন কিছু বোলার ব্যবহার করেছে যাদের সম্পর্কে খুব একটা জানে না। আবার এমন কিছু ব্যাটসম্যানের সঙ্গে খেলেছে যাদের সঙ্গে আগে খেলেনি।’

ডমিঙ্গো বলেন, ‘সে অভিজ্ঞ একজন ক্রিকেটার। খেলাটা সম্পর্কে তার ভালো ধারণা আছে। তাছাড়া খেলোয়াড়রা তাকে সম্মানও করবে। আমি আশা করি, আগামী কয়েক মাসের মধ্যে খুব ভালো নেতা হয়ে উঠবে তামিম।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর