Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এল ক্লাসিকো’ দেখা যাবে মোবাইল অ্যাপে


২৩ অক্টোবর ২০২০ ১৩:১১

মহামারী করোনাভাইরাসের মধ্যে মাঠে ফুটবল ফিরেছে অনেক আগেই। তবে সংক্রমন ছড়িয়ে পড়ার শঙ্কায় মাঠে দর্শকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ফলে সরাসরি ম্যাচের রোমাঞ্চ উপভোগ করতে অনলাইনই দর্শকদের একমাত্র ভরসা। টিভি স্টিমের পাশাপাশি স্প্যানিশ লা লিগার খেলাগুলো সরাসরি দেখা যেতে ফেসবুকে। এখন থেকে অ্যাপেও দেখা যাবে লা লিগার লড়াই।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ‘লা লিগা ই-স্পেস’ অ্যাপ চালু করেছে লা লিগা কর্তৃপক্ষ। অর্থাৎ আগামী ২৪ অক্টোবর মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকো’টাও দেখা যাবে অ্যাপে।

বিজ্ঞাপন

লাইভ খেলার পাশাপাশি খেলার অনেক পরিসংখ্যান, ফুটবলের সাম্প্রতিক নানান ঘটনা ও অনেক তথ্যও থাকবে অ্যাপে। এল ক্লাসিকোর বিভিন্ন তথ্য, ঘটনা ও লা লিগার শুভেচ্ছা দূতদের বার্তা থাকবে সেখানে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যাপ চালুর বিষয়টি নিশ্চিত করেছেন লা লিগার ভারতীয় উপমহাদশের ব্যবস্থাপনা পরিচালক হোসে আন্তনিও কাচাজা।

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ ফুটবল ভালোবাসে। আমরা দেখেছি এই দেশে লা লিগার ভক্ত অনেক। লা লিগার ফেসবুক পেজে প্রায় ৫০ লাখ ভক্তের সঙ্গে যুক্ত হওয়া এবং তাদেরকে ম্যাচ উপভোগের সুযোগ দিতে পেরে আমরা আনন্দিত। এল ক্লাসিকো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল লড়াইগুলোর একটি। আমরা মনে করি, ভক্তদের ম্যাচ উপভোগের পূর্ণাঙ্গ অভিজ্ঞতা ও মানসম্পন্ন ফুটবল কন্টেন্ট উপহার দেওয়ার জন্য লা লিগা ই-স্পেস অ্যাপ চালু করার এখনই সময়।’

অ্যাপ এল ক্লাসিকো করোনাভাইরাস ফেসবুক স্প্যানিশ লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর