Thursday 28 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় বান্ধবীর জন্মদিন উদযাপন, বিপাকে রিয়াল তারকা


২৩ অক্টোবর ২০২০ ১৭:৫১

সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের সার্বিয়ান তারকা লুকা ইয়োভিচের। ফ্রাংকফ্রুট থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন কয়েক মাস আগে। নতুন মৌসুমে এরই মধ্যে চার ম্যাচ খেলে ফেলেছেন এই স্ট্রাইকার। কিন্তু গোল পাননি। কদিন আগে শাখতার দোনেৎস্কোর বিপক্ষে রিয়ালের বিধ্বস্ত হওয়ার দিনে সার্বিয়ান এই স্ট্রাইকারের পারফরম্যান্স নিয়ে বিস্তর সমালোচনা হয়েছে। মাঠের বাইরের সময়টাও ভালো কাটছে না ২২ বছর বয়সী তরুণের। করোনার মধ্যে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বান্ধবীর জন্মদিন উদযাপন করে জেলে যাওয়ার মুখে রিয়াল তারকা।

বিজ্ঞাপন

ঘটনা গত মার্চের। করোনার কারণে বিশ্ব তখন আতঙ্কে কাঁপছিল। ইয়োভিচের বান্ধবী সোফিজা মিলোসোভিচের জন্মদিন ছিল সেই মাসে। জন্মদিন পালন করতে স্পেন থেকে সার্বিয়ায় উড়ে গিয়েছিলেন ইয়োভিচ। নিয়ম অনুযায়ী দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকার কথা ছিল তার। কিন্তু সেই নিয়ম তোয়াক্কা না করে বান্ধবীর জন্মদিন উদযাপন করেছেন। রাস্তায় ঘুরেও বেড়িয়েছেন দুজন।

তখনই ইয়োভিচের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন করা হয়। সার্বিয়ান সংবাদমাধ্যম ‘আরটিএস’ বলছে, অভিযোগ গঠনের পর বলা হয়েছিল ৩ মিলিয়ন দিনার জরিমানা দিলেই মুক্তি পাবেন তিনি। কিন্তু এই বার্তা আমলে নেননি রিয়াল তারকা। সেই কারণেই সরকারি কৌঁসুলিরা এখন তার ৬ মাসের কারাবাসের শাস্তি চাচ্ছে।

এদিকে, মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে ছেলেকে নির্দোষ দাবি করেছেন ইয়োভিচের বাবা মিলান। তবে মিলান এটাও বলেছেন, ছেলের ছয় মাসের জেল হলে তা মেনে নিবেন তিনি, ‘ইয়োভিচের দুইবার করোনা পরীক্ষা করানো হয় এবং দুইবারই নেগেটিভ আসে। তাই সে ভেবেছিল সার্বিয়ায় ফিরতে সমস্যা নেই। কিন্তু এখন দেখা যাচ্ছে এটা গুরুতর অপরাধ হয়ে গেছে। তাকে জেলে যেতে হলে যাবে। সার্বিয়ার বিচারব্যবস্থার প্রতি আমার সমর্থন রয়েছে। তবে আগে আসলেই দোষী প্রমাণিত হতে হবে।’

তিনি বলেন, ‘সে কোনো ভুল করে থাকলে আমি এ (ছয় মাসের জেল) সিদ্ধান্তও মেনে নেবো। কিন্তু সে বেলগ্রেড পৌঁছে বাড়িতেই থেকেছে। ওর প্রেমিকা এখন সন্তানসম্ভবা, তাই জন্মদিন পালন করতেও বাইরে যেতে পারে। তাদের কিছু ছবি বেরিয়েছে, সেগুলো আসলে স্পেনে থাকতেই তোলা।’

করোনাভাইরাস রিয়াল মাদ্রিদ লুকা ইয়োভিচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর