চুক্তির পর ক্ষোভ উগড়ে দিলেন পিকে
২৩ অক্টোবর ২০২০ ২০:০১
মাস দুই আগে কী ঝড়টাই না গেল বার্সেলোনা আর ক্লাবটির সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউ’এর ওপর দিয়ে। বুরোফ্যাক্সের মাধ্যমে লিওনেল মেসি জানিয়ে দিয়েছিলেন বার্সেলোনায় আর থাকতে চান না। শুধু বার্সেলোনা নয়, খবরটি ঝড় তুলেছিল পুরো ফুটবলবিশ্বেই। কী আশ্চর্য, সেই সময়টাতে একদম নিশ্চুপ ছিলেন ক্লাবটির অন্যতম প্রভাবশালী ফুটবলার জেরার্ড পিকে। বার্সার অধিনায়ক এবার মুখ খুলেছেন। ক্লাবটির সভাপতি মারিয়া বার্তোমেউর প্রতি ক্ষোভ উগড়ে দিয়েছেন পিকে।
শুধু মেসির দলবদল ইস্যু নয়, বার্সাগেট কেলেঙ্কারি, সাবেক কোচ এরনাস্তো ভালভারর্দেকে ছাটাই, কোভিড-১৯ সঙ্কটে ফুটবলারদের বেতন কর্তনসহ বিভিন্ন বিতর্কিত ইস্যু নিয়ে কথা বলেছেন পিকে। স্প্যানিশ গণমাধ্যমগুলো বলছিল পিকে, মেসির মতো তারকা ফুটবলারদের ইমেজ নষ্ট করতে আইথ্রি নামের এক প্রতিষ্ঠানকে ভাড়া করেছিল বার্সেলোনা। যেটা ‘বার্সাগেট’ নামে পরিচিতি পায়।
এই ঘটনাকে বর্বরোচিত বললেন পিকে, ‘এটা বর্বরোচিত যে আমাদের বিদ্রুপ করার জন্য ক্লাব অর্থ ব্যয় করেছে। সে এখনও ক্লাবের সঙ্গে যুক্ত এবং এটা খুবই পীড়াদায়ক।’
২০১৯-২০ মৌসুমের মাঝপথে ছাঁটাই করা হয় ভালভারর্দেকে। তারপর কোচের চেয়ারে বসানো হয় কিকে সেতিয়েনকে। সেতিয়েনের অধীনে চরম ব্যর্থ হয় বার্সা। পয়েন্টে অনেকদিন এগিয়ে থেকেও শেষ পর্যন্ত লিগ জিততে পারেনি ক্লাবটি। তারপর চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হারতে হয়েছে ৮-২ গোলে।
পিকের মতে, ভালভার্দেকে ছাঁটাই করার সিদ্ধান্তটা সঠিক ছিল না, ‘আমার মনে হয় না, মৌসুমের মাঝপথে কোচকে ছাঁটাই করা ঠিক ছিল। আগের দুই লিগ শিরোপা জয়ের পর আমরা যখন ছিলাম টেবিলের শীর্ষে।’
মেসির দলবদলের আলোচনার সময় পুরো নিশ্চুপ ছিলেন পিকে। বললেন, মেসির মতো একজন বার্সা ছাড়ার ইচ্ছা পোষণ করবেন এটা মানতে পারছিলেন না তিনি। বার্তোমেউ আর বেশিদিন সভাপতির আসনে থাকতে পারবেন না, সেই সময় মেসিকে নাকি এটা বুঝানোর চেষ্টা করেছিলেন পিকে।
তারকা ডিফেন্ডার বলেন, ‘আমি নিজেকেই প্রশ্ন করেছি, ইতিহাসের সেরা খেলোয়াড়, যাকে পেয়ে আমরা ধন্য, সে কীভাবে হুট করে একদিন বুরোফ্যাক্স পাঠিয়ে ক্লাব ছাড়তে চায়। কারণ সে মনে করে ক্লাব তার কথা শুনছে না? এটা স্তম্ভিত করে দেয়। জানি না কী ঘটছে। লিও, সবকিছুর প্রাপ্য। স্টেডিয়ামে (ক্যাম্প ন্যু) যে কোনো স্পনসরের আগে তার নাম থাকা উচিত।’
পিকে বলেন, ‘আমি সভাপতি হলে অন্যরকম ভূমিকা নিতাম। লিওকে বলেছিলাম, একটু অপেক্ষা করো। তখন এ নিয়ে তার সঙ্গে তেমন কথা হয়নি। ভেবেছিলাম এটা তাঁর সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। মনে আছে শুধু এটুকু বলেছিলাম; “মাত্র একটা বছরের ব্যাপার, এরপর তো নতুন কেউ (সভাপতি) আসবে”।’
উল্লেখ্য, কদিন আগে বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করেছেন পিকে। নতুন চুক্তি অনুযায়ী ২০২৪ সালের জুন পর্যন্ত কাতালান ক্লাবটিতে থাকবেন তিনি।