Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যাম্প ন্যু’তে আজ মৌসুমের প্রথম এল ক্লাসিকো


২৪ অক্টোবর ২০২০ ১১:০৪

কেবল স্প্যানিশ ফুটবলই নয়, এক ক্লাসিকো গোটা ফুটবল বিশ্বের অন্যতম আকর্ষণের জায়গা। শত বছরের পুরাতন এই লড়াইয়ে গোটা ফুটবলপ্রেমিদের নজরে থাকে। ২০২০/২১ মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে শনিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে নামছে দুই দল। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে বার্সেলোনা।

নিজেদের সবশেষ ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে ফেরেন্সভারোসের বিপক্ষে মঙ্গলবার ৫-১ গোলে জয় পেলেও আগের দুই লিগ মাচে ভালো খেলতে পারেনি বার্সেলোনাও। ঘরের মাঠে সেভিয়ার বিপক্ষে ১-১ ড্র করে আন্তর্জাতিক বিরতিতে যাওয়া কোম্যানের দল ফিরেই ১-০ গোলে হেরেছে গেতাফের মাঠে।

বিজ্ঞাপন

পড়ুন: করোনাকালীন প্রথম ‘এল ক্লাসিকো’র প্রস্তুতি সম্পন্ন

অন্যদিকে, লিগে পাঁচ ম্যাচে তিন জয় ও এক ড্র’য়ে ১০ পয়েন্ট পেলেও মৌসুমের শুরু থেকে চেনা ছন্দে নেই রিয়াল। গত শনিবার ঘরের মাঠে লিগ ম্যাচে কাদিসের বিপক্ষে ১-০ গোলে হারের পর বুধবার নিজেদের মাঠে শাখতার দোনেৎস্কের বিপক্ষে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করে লা লিগা চ্যাম্পিয়নরা।

তবে সবশেষ ম্যাচের ফলাফলটা যেমনটাই হোক না কেন এল ক্লাসিকোর ময়দানে নামলেই যেন সবকিছু পাল্টে যায়। মাঠে নিজেদের সর্বোচ্চটুকু থেকেও বেশি ঢেলে দেন ফুটবলাররা। অন্ততপক্ষে অতীত তো সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। দুই দলের ৩৭ বারের মুখোমুখি লড়াইয়ে বার্সার ১৬ জয়ের বিপরীতে রিয়ালের জয় ১০টিতে আর ড্র বাকি ১০ ম্যাচ। তবে শেষ দেখায় নিজেদের মাঠে ২-০ গোলের জয় পেয়েছিল রিয়াল মাদ্রিদ। সেবার রিয়ালের হয়ে গোল দুটি করেছিলেন ভিনিসিয়াস জুনিয়র এবং মারিয়ানো দিয়াজ।

বিজ্ঞাপন

এদিকে ম্যাচে নামার আগে ইনজুরি জর্জরিত রিয়াল মাদ্রিদ। দলের অধিনায়ক সার্জিও রামোস ইনজুরিতে পড়ে শাখতার দোনেৎস্কের বিপক্ষে না খেললেও ফিরছেন এল ক্লাসিকোতে। ওদিকে বার্সেলোনার লেফট ব্যাক জর্দি আলবা ফিরেছেন ঠিক এল ক্লাসিকোর আগেই। তবে রিয়ালের ইনজুরির তালিকাটি একটু বেশিই বড়। দলের সঙ্গে এখনও অনুশীলনে যোগ দিতে পারেননি এডেন হ্যাজার্ড। ইনজুরিতে পড়ে আগেই ছিটকে গেছেন রিয়ালের দুই রাইট ব্যাক দানি কার্ভাহাল এবং আলভারো অদ্রিওজোলা, নেই সদ্যই ধার থেকে ফেরা মধ্যমাঠের খেলোয়াড় মার্টিন ওডেগার্ড।

ইনজুরি নিয়ে বেশ ভুগতে হচ্ছে জিনেদিন জিদানকে। অন্যদিকে বার্সা কোচ রোনাল্ড কোম্যান ভাবছেন রিয়াল মাদ্রিদ শক্ত প্রতিপক্ষ হিসেবেই মাঠে নামবে। তিনি বলেন, ‘আমি আগেই বলেছি, এই দলের খেলোয়াড়রা অনেক অভিজ্ঞ এবং তারাই এই ম্যাচে খেলবে। প্রতিপক্ষ হিসেবে আমরা দুর্বল মাদ্রিদকে আশা করছি না। সাম্প্রতিক ম্যাচগুলোতে যেমন তারা প্রতিপক্ষকে অনেক জায়গা দিয়েছে অবশ্যই এমনটা তারা করবে না। আমি আরও আঁটসাঁট মাদ্রিদকে আশা করছি, যারা তুলনামূলক কম জায়গা দেবে। রামোসের ফেরাটা তাদের জন্য গুরুত্বপূর্ণ। সে সেরাদের একজন এবং সে দৃঢ়। রামোস ক্লাসিকোয় প্রভাব রাখতে পারে।’

এদিকে অতীত পরিসংখ্যান বলছে এই এল ক্লাসিকোতে জয় হবে বার্সেলোনার। লা লিগার ৯০ বছরের ইতিহাসে দুই দলই সবশেষ ম্যাচ হেরে সাতবার একে অপরের মুখোমুখি হয়েছে আর এই সাতবারের মধ্যে তিনটি করে জয় দুই দলেরই আর ড্র বাকি একটিতে। তবে অতীত বলছে এই সাতবারের মধ্যে একবারও সফরকারী দল জিততে পারেনি। ২০২০/২১ মৌসুমে দুই দলই নিজেদের লা লিগার শেষ ম্যাচটি হেরেছে রিয়াল মাদ্রিদ কাদিসের বিপক্ষে আর বার্সেলোনা হেরেছে গেতাফের বিপক্ষে। এবার রিয়াল মাদ্রিদ ক্যাম্প ন্যু’তে খেলতে যাচ্ছে। পরিসংখ্যান বলছে জয় হবে বার্সারই।

পরিসংখ্যান:

  • ১৯৩৫/৩৬ রিয়াল ৩-০ বার্সেলোনা
  • ১৯৪১/৪২ রিয়াল ৪-৩ বার্সেলোনা
  • ১৯৫০/৫১ বার্সেলোনা ৭-২ রিয়াল
  • ১৯৭৬/৭৭ বার্সেলনা ৩-১ রিয়াল
  • ১৯৮৭/৮৮ রিয়াল ২-১ বার্সেলোনা
  • ১৯৯০/৯১ বার্সেলোনা ২-১ রিয়াল
  • ২০০২/০৩ রিয়াল ১-১ বার্সেলোনা

দুই দলের সম্ভাব্য একাদশ:

বার্সেলোনা: নেতো, সার্জি রবের্তো, জেরার্ড পিকে, ক্লেমেন্ট লেংলে, জর্দি আলবা, সার্জিও বুস্কেটস, ফ্র্যাঙ্কি ডি ইয়ং, আনসু ফাতি, ফিলিপ কুতিনহো, অ্যান্তোনিও গ্রিজম্যান এবং লিওনেল মেসি।

রিয়াল মাদ্রিদ: থিবো কোর্তোয়া, ফারল্যান্ড মেন্ডি, সার্জিও রামোস, রাফায়েল ভারান, নাচো ফার্নান্দেজ, ক্যাসেমিরো, টনি ক্রুস, লুকা মদ্রিচ, মার্কো অ্যাসেন্সিও, ভিনিসিয়াস জুনিয়র এবং করিম বেনজেমা।

পড়ুন: ‘এল ক্লাসিকো’ দেখা যাবে মোবাইল অ্যাপে

২০২০/২১ মৌসুম এল ক্লাসিকো করোনাকালীন ক্যাম্প ন্যু প্রথম এল ক্লাসিকো বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ স্প্যানিশ লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর