ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে বিসিবি সভাপতির শোক
২৪ অক্টোবর ২০২০ ১৪:৪৬
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি’র সভাপতি নাজমুল হোসেন পাপন শোক জানিয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর মগবাজারস্থ আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, রক্তস্বল্পতাসহ বিভিন্ন বার্ধক্যজনিত সমস্যায় ভুগে ১৫ অক্টোবর তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ২০ অক্টোবর থেকে তার শারীরিক অবস্থা অবনতির দিকে যেতে থাকলে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন শোক জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তিতে বিসিবি প্রেসিডেন্টের বরাত দিয়ে জানানো হয়, ‘ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে আমরা শোকাহত। বিসিবি’র বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে তার অমূল্য আইনী পরামর্শ এবং সমর্থন আমরা পেয়েছি। তিনি ছিলেন এমন এক জ্ঞানী, যিনি বাংলাদেশের আইনী ব্যবস্থা ও বিচার বিভাগে অবর্ণনীয় অবদান রেখেছেন। আমি বিসিবি’র পক্ষে ব্যারিস্টার রফিক-উল হকের পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাই।’
রফিক-উল হকের জন্ম ১৯৩৩ সালের ২ নভেম্বর, কলকাতায়। ১৯৫৮ সালে এলএলবি ডিগ্রি অর্জন করেন তিনি। ১৯৬১ সালে অর্জন করেন বার-অ্যাট-ল ডিগ্রি।
১৯৬০ সালে কলকাতা উচ্চ আদালতে আইনজীবী হিসেবে বারের সদস্য হন রফিক-উল হক। ১৯৬২ সালে তিনি ঢাকা উচ্চ আদালতে যোগ দেন, ১৯৬৫ সালে পাকিস্তানের সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট হিসেবে ভর্তি হন। ১৯৭৫ সালে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগে সিনিয়র আইনজীবী হিসাবে যোগ দেন। ১৯৯০ সালে নিয়োগ পান অ্যাটর্নি জেনারেল হিসেবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বিসিবি সভাপতির শোক ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যু ব্যারিস্টার রফিক-উল-হক