লা লিগা কিংবা চ্যাম্পিয়নস লিগ দুই টুর্নামেন্টের দুই ম্যাচে হারের ক্ষত জিনেদিন জিদানের দলে। সাম্প্রতিক সময়ে রিয়াল মাদ্রিদের পারফরম্যান্স পর্যালোচনা করলে দেখা মিলবে যাচ্ছেতাই পারফরম্যান্সের। তবে ক্লাসিকোর আগে জিনেদিন জিদান আশ্বাস দিলেন তার দল আন্ডারডগ হয়ে মাঠে নামবে না। আর জিদানের এমন বক্তব্যের সঙ্গে একমত হয়েছেন বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যানও।
শনিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে গড়াচ্ছে চলতি মৌসুমের লা লিগার প্রথম এল ক্লাসিকো। ক্যাম্প ন্যু’তে কোচ জিদান এখনও কোনো ম্যাচ হারেননি। আর বার্সার ডাগ আউটে এটিই হতে যাচ্ছে কোম্যানের প্রথম এল ক্লাসিকো।
রিয়াল সবশেষ দুই ম্যাচে যথাক্রমে কাদিস ও শাখতার দোনেৎস্কের বিপক্ষে হেরেছে নিজেদের ঘরের মাঠেউ। এল ক্লাসিকোর প্রস্তুতিটা যুতসই হয়নি জিদানের শিষ্যদের। অবশ্য বার্সেলোনার প্রস্তুতিটাও যে শতভাগ হয়েছে তা বলা মুশকিল। নিজেদের শেষ দুই ম্যাচে গেতাফের কাছে হারলেও চ্যাম্পিয়নস লিগে ফেরেঙ্কভারোসের বিপক্ষে বড় জয় পেয়েছে কোম্যানের দল।
তবে প্রস্তুতিটা মনমতো না হলেও ম্যাচ নিয়ে আশাবাদ শোনালেন জিদান। ‘ফুটবল দারুণ সুন্দর। সবসময়ই কোনো না কোনো কঠিন ব্যাপার থাকে। যখন পরিস্থিতি এরকম দাঁড়ায়, আমাদের তাদেরকে প্রয়োজন হয়, যারা ছাপ রাখতে পারে এবং দক্ষতা দেখাতে পারে। আমরা “আন্ডারডগ” বা এরকম কিছু হিসেবে ক্যাম্প ন্যু’তে যাচ্ছি না। প্রত্যেক ম্যাচের আলাদা গল্প থাকে।’
লা লিগার প্রথম পাঁচ ম্যাচ শেষে পয়েন্ট তালিকার তিনে রয়েছে শিরোপাধারী রিয়াল। অন্যদিকে বার্সেলোনার অবস্থান এক ম্যাচ কম খেলে সাত পয়েন্ট নিয়ে ১০ নম্বরে।
দলের সাম্প্রতিক বাজে পারফরম্যান্সকে পাশ কাটিয়ে আবারও জয়ে ফেরার চেষ্টা থাকবে লস ব্ল্যাঙ্কোসদের। জিদান বলেন, ‘ফুটবলের সৌন্দর্য এখানেই যে, আপনার হয়তো টানা বাজে সময় বা বাজে ম্যাচ যেতে পারে, আবার আপনার ঘুরে দাঁড়ানোর বা পরিস্থিতি বদলানোর সুযোগও থাকে। আর আমরা পরেরটাই করার চেষ্টা করব। আমরা ইতিবাচক থাকব এবং ভালো পারফরম্যান্স উপহার দিব। আমাদের দুটো ম্যাচ খুব খারাপ গিয়েছে। এখন আমাদের সামনে একটি ম্যাচ আছে, যা সবকিছু পাল্টে দিতে পারে।’
এদিকে জিদানের সঙ্গে একমত হয়েছেন বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যানও। তিনি বলেন, ‘আমি আগেই বলেছি, এই দলের খেলোয়াড়রা অনেক অভিজ্ঞ এবং তারাই এই ম্যাচে খেলবে। প্রতিপক্ষ হিসেবে আমরা দুর্বল মাদ্রিদকে আশা করছি না। সাম্প্রতিক ম্যাচগুলোতে যেমন তারা প্রতিপক্ষকে অনেক জায়গা দিয়েছে অবশ্যই এমনটা তারা করবে না। আমি আরও আঁটসাঁট মাদ্রিদকে আশা করছি, যারা তুলনামূলক কম জায়গা দেবে। সার্জিও রামোসের ফেরাটা তাদের জন্য গুরুত্বপূর্ণ। সে সেরাদের একজন এবং সে দৃঢ়। রামোস ক্লাসিকোয় প্রভাব রাখতে পারে।’