Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাসকিন-রুবেলরা বলছেন ‘এসব কষ্টের ফল’


২৪ অক্টোবর ২০২০ ২৩:৫৫

রাত পোহালেই বিসিবি প্রেসিডেন্ট’স কাপের ফাইনাল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নাজমুল একদশের মুখোমুখি হবে মাহমুদউল্লাহ একাদশ। সব কিছু ঠিক থাকলে কাল জানা যাবে আলোচিত টুর্নামেন্টটিতে চ্যাম্পিয়ন হচ্ছে কোন দল। তবে ইউনিট হিসেবে ধরলে বলতে হবে এখন পর্যন্ত বোলিং ইউনিট ‘চ্যাম্পিয়ন’।

বিশেষ করে পুরো টুর্নামেন্টজুড়ে পেসাররা বোলিং করেছেন দুর্দান্ত। এখন পর্যন্ত সেরা দশ উইকেটশিকারীদের আটজনই পেসার। ৪ ম্যাচে ১২ উইকেট নিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারী তরুণ পেস অলরাউন্ডার মুগ্ধ করেছেন লাইন লেংথে। আল-আমিন হোসেনও লাইন লেংথে প্রসংশা কুড়িয়েছেন।

বিজ্ঞাপন

অভিজ্ঞ রুবেল হোসেন ও তাসকিন আহমেদ, খালেদ আহমেদরা মুগ্ধ করেছেন গতিতে। মোস্তাফিজুর রহমান যেন দিনকে দিন ফিরে পাচ্ছেন তার কাটারের ধার। রুবেল-তাসকিনরা বলছেন, এসব কষ্টের ফল।

করোনাভাইরাসের কারণে ক্রিকেট বন্ধ ছিল দীর্ঘ প্রায় ছয় মাস। সেই সময়টাতে কঠোর অনুশীলন করেছেন বলেই এখন সাফল্য পাচ্ছেন বলছেন তারা।

শনিবার (২৪ অক্টোবর) এক ভিডিও বার্তায় রুবেল হোসেন বলেন, ‘প্রত্যেকটা পেস বোলার, প্রত্যেক ক্রিকেটারই এই মহামারির সময় অনেক কষ্ট করেছে। সেটার ফল এখন পেস বোলাররা ভালোভাবে পাচ্ছে। প্রতিযোগিতা থাকাটা বাংলাদেশ দলের জন্যই ভালো। খেলায় প্রতিযোগিতা থাকলে আমার কাছেও ভালো লাগে।’

তাসকিন আহমেদ বলেন, ‘টুর্নামেন্টে সব ফাস্ট বোলারই ভালো করছে। সবাই বেশ মিতব্যয়ী এবং নতুন বল, পুরোনো বলে উইকেট নিচ্ছে। আমাকে আরও উন্নতি করতে হবে, কিন্তু আগের চেয়ে বোলিং ভালো হচ্ছে। আমি অনেক কাজ করছি। আল্লাহ যদি চান সামনে আরও ভালো কিছু হবে। সবাই দোয়া করবেন।’

বিজ্ঞাপন

পেসারদের দুর্দান্ত সাফল্যে টপ অর্ডার ব্যাটসম্যানরা বরাবর ব্যর্থ হয়েছে। তাসকিন আহমেদ বলছেন, এতে পেসারদের কৃতিত্বই বেশি, ‘ব্যাটসম্যানদের কঠিন সময় যাচ্ছে, বিশেষ করে নতুন বলে প্রথম পাওয়ার প্লেতে। বোলারদের কৃতিত্ব দিতেই হবে যে তারা ধারাবাহিকভাবে ভালো জায়গায় বল করেছে, পরিকল্পনা কাজে লাগাচ্ছে। ব্যাটসম্যানদের সহজ বা খেলার মতো বল কম দেওয়া হয়েছে। সে জন্যই পেসাররা ভালো করেছে।’

তাসকিন আহমেদ নাজমুল একাদশ বিসিবি প্রেসিডেন্ট'স কাপ মাহমুদউল্লাহ একাদশ রুবেল হোসেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর