Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বায়ার্ন-পিএসজির দাপুটে জয়


২৫ অক্টোবর ২০২০ ০৪:৪১

কদিন আগে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের জালে দল চার গোল দিলেও গোল পাননি রবার্র্ট লেভানডফস্কি। সেই আক্ষেপটা আজ দারুণভাবে ঘুচালেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা। লিগ ম্যাচে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ৫-০ গোলে জিতেছে বায়ার্ন। ম্যাচে দারুণ এক হ্যাটট্রিক করেছেন লেভানডফস্কি।

এদিকে, ফরাসি লিগ ওয়ানে কিলিয়ান এমবাপ্পে ও মোইজে কিনের জোড়া গোলে ডিজনের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে পিএসজি।

বিজ্ঞাপন

বুন্দেসলিগার ম্যাচে নিজেদের মাঠে দশম মিনিটে এগিয়ে যায় বায়ার্ন। কিংসলে কোমানের পাস ধরে দারুণ এক শটে গোল আদায় করেন নেন লেভাডফস্কি। বায়ার্নের এর পরের দুটি গোলও করেন তিনি। ২৬ মিনিটে কর্ণার কিকে হেড করে দ্বিতীয় গোলটা তুলে নেন পোলিশ তারকা। ৬০ মিনিটে ডগলাস কস্তার পাস ধরে হ্যাটট্রিক পূর্ণ করেন।

৭২ মিনিটে দূরপাল্লার কোনাকুনি শটে ব্যবধান ৪-০ করেন বদলি হিসেবে নামা সানে। নির্ধারিত সময়ের শেষ মিনিটে জামাল মুসিয়ালা গোল করল শেষ পর্যন্ত ৫-০ ব্যবধানের জয় পেয়েছে বায়ার্ন।

ফরাসি লিগে অপর ম্যাচে পিএসজির জয়টাও বড্ড দাপুটে। কদিন আগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হেরে বসা পিএসজি এগিয়ে যায় ম্যাচের তৃতীয় মিনিটেই। মিচেল বাকারের ক্রস ধরে গোল করে পিএসজিকে এগিয়ে নেন ইতালিয়ান ফরোয়ার্ড মোইজে কিন। ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুন হয়েছে কিনের গোলেই।

বাঁ দিক থেকে ডি-বক্সে ঢুকে এক জনকে কাটিয়ে কিনের দিকে বল বাড়ান নেইমার। সেখান থেকে গোল করতে কষ্ট করতে হয়নি ইতালিয়ান তারকার। ৮২ মিনিটে পিএসজির তৃতীয় গোলটি করেন কিলিয়ান এমবাপে।

নেইমারের পাস ধরে দারুণভাবে প্রতিপক্ষ গোলরক্ষকে পরাস্ত করেন ফরাসি তরুণ। ছয় মিনিট পর আরেকটা গোল করে স্কোরলাইন ৪-০ করেন এমবাপে। এই গোলেও অবদান ছিল নেইমারের। ব্রাজিলিয়ান তারকার পাস পেয়ে এমবাপের দিকে বল বাড়ান পাবলো সারাবিয়া। ডান পায়ের শটে বল জালে পাঠিয়ে দেন এমবাপ্পে। যাতে শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে পিএসজি।

বিজ্ঞাপন

কিলিয়ন এমবাপে নেইমার পিএসজি বায়ার্ন মিউনিখ রবার্ট লেভানডফস্কি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর