Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্সার বিপক্ষে বারবার ভিএআর ব্যবহারে ক্ষুদ্ধ কোম্যান


২৫ অক্টোবর ২০২০ ১২:০৮

২০২০/২১ মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে শনিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টায় ক্যাম্প ন্যুতে বার্সেলোনার আতিথ্য নেয় রিয়াল মাদ্রিদ। আর কাতালানদের ঘরের মাঠেই ফেদে ভালভার্দে, সার্জিও রামোস এবং লুকা মদ্রিচের গোলে ৩-১ গোলের জয় ছিনিয়ে নেয় রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচ শেষে বার্সেলোনার কোচ রোনাল্ডো কোম্যানের অভিযোগ স্পেনে কেবল বার্সেলোনার বিপক্ষেই ভিএআর ব্যবহার করা হয়।

ক্যাম্প ন্যুতে ম্যাচের পাঁচ মিনিটের মাথায় করিম বেনজেমার পাস থেকে রিয়াল মাদ্রিদকে এগিয়ে নেন ফেদে ভালভার্দে। যদিও এর মাত্র মিনিট তিনেক পরেই জর্দি আলবার দুর্দান্ত ক্রস থেকে গোল করেন আনসু ফাতি। এভাবেই প্রথমার্ধ ১-১ গোলে সমতায় থাকে। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে এক অন্য রিয়াল মাদ্রিদের দেখা মেলে। খেলার নিয়ন্ত্রণ নেয় লস ব্ল্যাঙ্কোসরা। ম্যাচের ৬০ মিনিটে কর্নার থেকে মাথা ছোঁয়ানোর জন্য বার্সার ডি বক্সে প্রস্তুত রামোস। তবে তার আগে রামোসের জার্সি টেনে ধরে মাটিতে ফেলে দেন ক্লেমেন্ট লেংলে। এরপর রেফারে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত দেন।

বিজ্ঞাপন

আর স্পট কিক থেকে ঠান্ডা মাথা বল জালে জড়িয়ে গ্যালাক্টিকদের ২-১ গোলের ব্যবধানে এগিয়ে নেন অধিনায়ক রামোস। এরপর ম্যাচের শেষ দিকে লুকা মদ্রিচের গোলে ৩-১ গোলের ব্যবধানে জয় নিয়ে ক্যাম্প ন্যু ছাড়ে লা লিগা চ্যাম্পিয়নরা।

আর ভিএআরের এমন ব্যবধারেই চোটেছেন বার্সা কোচ রোনাল্ড কোম্যান। তার মতে এটি বৈষম্য, রামোসকে দেওয়া পেনাল্টিটা কখনোই পেনাল্টি ছিল না। কোম্যান বলেন, ‘আমরা এটার সঙ্গে একমত হতে পারছি না, এট আমার পক্ষ থেকে কখনোই পেনাল্টি ছল না। আমি আশা করি কেউ একজন আমাকে স্পেনে ভিএআর সম্পর্কে বোঝাবে।’

বিজ্ঞাপন

‘আমরা লা লিগায় কেবল ৫টি ম্যাচ খেলেছি, আর তার ভেতরেই কেবল আমাদের বিপক্ষেই ভিএআর ব্যবহার করা হয়েছে। সেভিয়ার বিপক্ষে মেসির পেনাল্টি না দেওয়া, গেতাফের দুটি রেড কার্ড পাওয়ার মতো অপরাধ করেও ছাড়া পাওয়া কিন্তু তখনও ভিএআর ব্যবহার করা হয় না। তাহলে সবসময় কেন বার্সার বিপক্ষেই ভিএআর ব্যবহার করা হয়? ভিএআর প্রয়োজন হলেও এটি সব দলের ক্ষেত্রে সমান নয়।’

নিজেদের ডি বক্সে রামোসের জার্সি টেনে ধরে ফাউল করেন লেংলে। আর তাতেই পেনাল্টির নির্দেশনা দেন রেফারি। এ ব্যাপারে এখনও লেংলের সঙ্গে কথা বলেননি কোম্যান। তিনি বলেন, ‘না আমি এখনও লেংলের সঙ্গে কথা বলিনি এই ব্যাপারে। আমি খেলাটি দেখেছি এটা উল্টো লেংলেকে রামোসের করা ফাউল ছিল। এরপর লেংলে রামোসকে ধরে বসে কিন্তু তাকে পেছনে ফেলে দেওয়ার জন্য নয়। কিন্তু তারপরেও রামোসকে যদি ফাউল করত তাহলে তার সামনের দিকে পড়ে যাওয়া উচিৎ ছিল কিন্তু সে পেছনের দিকে পড়েছে। তাই আমি আবারও বলছি এটা কোনোভাবেই পেনাল্টি ছিল না।’

‘মাদ্রিদের খেলোড়দের জন্য রেফারিকে চাপ দেওয়া অনেক সাধারণ একটি ব্যাপার, আমি সেটাতে কোনো ভুল দেখি না। কিন্তু রেফারি এবং ভিএআর ম্যাচের খুবই গুরুত্বপূর্ণ সময়ে এই সিদ্ধান্তটি দিয়েছে।’-যোগ করেন কোম্যান।

এল ক্লাসিকো ক্ষুদ্ধ কোম্যান পেনাল্টি গোল বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ ভিএআর রামোসের পেনাল্টি রিয়ালের জয় রোনাল্ড কোম্যান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর