করোনায় আক্রান্ত ফিফা সভাপতি
২৮ অক্টোবর ২০২০ ১০:৫০
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা প্রধানের শরীরে করোনার সামান্য উপসর্গ আছে।
মঙ্গলবার ফিফার অফিসিয়াল পেজে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিজ বাসাতেই চিকিৎসা নিচ্ছেন ৫০ বছর বয়সী ইনফান্তিনো।
ফিফার বিবৃতিতে বলা হয়েছে, ‘পরীক্ষায় জানা গেছে জিয়ান্নি ইনফান্তিনো করোনাভাইরাসে পজিটিভ। প্রেসিডেন্টের শরীরে মৃদু উপসর্গ রয়েছে। তিনি সঙ্গে সঙ্গেই নিজেকে ১০ দিনের আইসোলেশনে নিয়েছেন।’
ইনফান্তিনোর দ্বারা সংক্রমন ছড়িয়ে পরার বিষয়টি নিয়েও কাজ করা হচ্ছে বলা হয়েছে বিবৃতিতে, ‘গত কয়েকদিন ফিফা সভাপতির কাছাকাছি আসা প্রত্যেককে বিষয়টি জানানো হয়েছে। তাদেরকে অনুরোধ করা হয়েছে তারা যেন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।’