Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়া-ভারত সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ


২৮ অক্টোবর ২০২০ ১৫:৩৬

সিরিজকে সামনে রেখে দুদিন আগে চূড়ান্ত দলও ঘোষণা করেছে ভারত। তবে কোয়ারেন্টাইন ইস্যুতে দ্বিমতের কারণে সিরিজের চূড়ান্ত দিনক্ষণ জানা যাচ্ছিল না। আজ সেটা চূড়ান্ত হয়েছে। সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

লম্বা সফরে অস্ট্রেলিয়ায় গিয়ে তিনটি করে ওয়ানডে, টি-টোয়েন্টি ও চারটি টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় ক্রিকেট দল। ২৭ নভেম্বর প্রথম ওয়ানডের মধ্যদিয়ে শুরু হবে সিরিজ। শেষ হবে জানুয়ারির ১৫ তারিখে। প্রথমে ওয়ানডে সিরিজ, তারপর টি-টোয়েন্টি তারপর টেস্ট।

বিজ্ঞাপন

ওয়ানডে সিরিজের সূচি:

প্রথম ওয়ানডে- ২৭ নভেম্বর, সিডনি ক্রিকেট গ্রাউন্ড (দিবা-রাত্রি)

দ্বিতীয় ওয়ানডে- ২৯ নভেম্বর, সিডনি ক্রিকেট গ্রাউন্ড (দিবা-রাত্রি)

তৃতীয় ওয়ানডে- ২ ডিসেম্বর, মানুকা ওভাল, ক্যানবেরা (দিবা-রাত্রি)

টি-টোয়েন্টি সিরিজের সূচি:

প্রথম টি-টোয়েন্টি- ৪ ডিসেম্বর, মানুকা ওভাল, ক্যানবেরো

দ্বিতীয় টি-টোয়েন্টি- ৬ ডিসেম্বর, সিডনি ক্রিকেট গ্রাউন্ড

তৃতীয় টি-টোয়েন্টি- ৮ ডিসেম্বর, সিডনি ক্রিকেট গ্রাউন্ড

টেস্ট সিরিজের সূচি:

প্রথম টেস্ট শুরু- ১৭ ডিসেম্বর, অ্যাডিলেড ওভাল (দিবা-রাত্রি)

দ্বিতীয় টেস্ট শুরু ২৬ ডিসেম্বর, মেলবের্ন ক্রিকেট গ্রাউন্ড

তৃতীয় টেস্ট শুরু ৭ জানুয়ারি, সিডনি ক্রিকেট গ্রাউন্ড

চতুর্থ টেস্ট শুরু ১৫ জানুয়ারি, দ্যা গ্যাবা, ব্রিসবেন।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় গিয়ে সিরিজের আগে ভারতীয় ক্রিকেটারদের বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। তবে করোনায় নেগেটিভ হওয়া ক্রিকেটাররা যাতে অনুশীলন করতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে।

অস্ট্রেলিয়া ক্রিকেট অস্ট্রেলিয়া-ভারত সিরিজ ২০২০ ভারত ক্রিকেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর