বিসিবির প্রত্যাশা টি-২০ টুর্নামেন্টে ভালো স্পন্সর মিলবে
২৮ অক্টোবর ২০২০ ১৬:১১
করোনার প্রকোপকে পাশ কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে ফিরেছে সেই জুলাইয়ে। বেশ কয়েকটি দেশ ইতোমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট খেলে ফেলেছে। বাংলাদেশ এখনো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেনি। তবে ক্রিকেটাররা কিন্তু বসে নেই। জমজমাট প্রেসিডেন্ট’স কাপ শেষ হতেই পাঁচ দলের টি-টোয়েন্টি লিগ শুরু হতে যাচ্ছে কদিন পর। এই টুর্নামেন্টটা প্রেসিডেন্ট’স কাপের চেয়েও জমজমাট করার পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। বিসিবির প্রত্যাশা, টুর্নামেন্টের জন্য ভালো স্পন্সর সাড়াও পাওয়া যাবে।
বুধবার (২৮ অক্টোবর) সারাবাংলার সঙ্গে একান্ত আলাপকালে এমনটা বলছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। আসন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টে কেমন স্পন্সর সাড়া আশা করছেন এমন প্রশ্ন সুজন বলেন, ‘অবশ্যই (ভালো সাড়া) আশা করছি। যেহেতু অনেকদিন ধরেই সবাই ক্রিকেটের বাইরে আছেন। প্রতিযোগিতামূলক ক্রিকেটকে চালু করার জন্য আমাদের যে প্ল্যান তার অংশ হিসেবে আপনারা দেখেছেন আমরা একটা তিন দলীয় টুর্নামেন্ট আয়োজন করেছি সফলভাবে। এরপরের ধাপটা হচ্ছে আমরা একটা পাঁচ দলীয় টুর্নামেন্ট করবো। যেটা আমরা ইতোমধ্যে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট (ইওআই) দিয়েছি টিম স্পন্সর চেয়ে।’
প্লেয়ার ড্রাফটের প্রশ্নে বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘এ বিষয়গুলো আমরা এখনো চূড়ান্ত করিনি। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব টিম স্পন্সরগুলো কনফার্ম করার। তারপর আমাদের যে সকল স্টেক হোল্ডার আছেন তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিব।’
উল্লেখ্য, কদিন আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্টটি শুরু হতে পারে আগামী নভেম্বরের ১৫ তারিখ থেকে।
নিজামউদ্দিন চৌধুরী সুজন পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট বিসিবি