Sunday 22 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বসেরা ফুটবলার রোনালদো: মার্সেলো


১০ ডিসেম্বর ২০১৭ ১৯:৪১

সারাবাংলা ডেস্ক

কদিন আগেই ফুটবল ক্যারিয়ারে পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন পর্তুগিজ আইকন রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদো। ব্রাজিলের রিয়াল তারকা মার্সেলোর মতে, বিশ্বসেরা ফুটবলার রোনালদো।

লিগের সবশেষ ম্যাচে সেভিয়াকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দেয় রিয়াল। লা লিগার এই ম্যাচে জোড়া গোল করেন রোনালদো।

বার্সেলোনার লিওনেল মেসি ও রিয়াল মাদ্রিদের রোনালদো দুজনেই পাঁচবার করে বর্ষসেরার পুরস্কার জিতেছেন। কিন্তু মার্সেলোর মতে, মেসির থেকে এগিয়ে রোনালদো। ‘কে সেরা’এই প্রশ্নে ব্রাজিল ডিফেন্ডার মার্সেলোর উত্তর-রোনালদো।

সেভিয়ার বিপক্ষে ম্যাচ শেষে সাক্ষাতকারে মার্সেলো জানান, ‘আমি ম্যারাডোনা কিংবা পেলেকে দেখিনি। আমার কাছে রোনালদো বিশ্বের সেরা ফুটবলার। আমি মনে করি, রোনালদোর সঙ্গে কারো তুলনা হয় না। আমি এটাই জানি যে, এখানে কোনো তুলনা নেই।’

সারাবাংলা/এমআরপি/১০ ডিসেম্বর ২০১৭

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর