Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চার বছর পর ছোট বোনকে হারালেন ভেনাস


১৩ মার্চ ২০১৮ ১৬:৩৮

সারাবাংলা ডেস্ক

বড় বোন ভেনাস উইলিয়ামস আর ছোট বোন সেরেনা উইলিয়ামসের ম্যাচটি নিয়ে আগ্রহের কমতি ছিল না। প্রায় চার বছর পর ছোট বোন সেরেনার বিপক্ষে জয়ের দেখা পেলেন ভেনাস। মার্কিন এই দুই টেনিস তারকা মুখোমুখি হয়েছিলেন ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের (বিএনপি পারিবাস ওপেন) তৃতীয় রাউন্ডে।

২০১৪ রজার্স কাপের পর প্রথমবারের মতো সেরেনাকে হারালেন ভেনাস। মা হওয়ার ৬ মাস পর কোর্টে ফেরা সেরেনাকে থামতে হলো তৃতীয় রাউন্ডেই। সরাসরি সেটে জিতেছেন ভেনাস। প্রথম সেটে ৬-৩ গেমে জেতার পর পরের সেটে ভেনাস জিতেছেন ৬-৪ গেমে।

মেয়েদের টেনিসের উন্মুক্ত যুগে রেকর্ড ২৩ গ্র্যান্ড স্লামজয়ী টেনিস কুইন সেরেনা সবশেষ ২০১৭ সালে বড় বোন ভেনাসকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জেতেন। আর একটি শিরোপা হলে সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ডস্ল্যাম জেতা মার্গারেটকে ছুঁয়ে ফেলতেন সেরেনা।

চতুর্থ রাউন্ডে ভেনাসের প্রতিপক্ষ লাটভিয়ার আনাস্তাসিজা সেভাস্তোভা। জার্মানির তারকা জুলিয়া জর্জেসকে ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডের বাধা পার হয়েছেন সেভাস্তোভা।

গত সেপ্টেম্বরে সন্তান জন্ম দেন সেরেনা। সন্তান জন্মের পর এই প্রথম প্রতিযোগিতামূলক টেনিস টুর্নামেন্টে খেলতে নামেন তিনি। প্রথম রাউন্ডে সরাসরি সেটের জয় উদযাপন করেন ২৩ বারের গ্র্যান্ড স্লাম জয়ী সেরেনা। কাজাখস্তানের তারকা জারিনা ডায়াসকে ৭-৫, ৬-৩ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পা রাখেন তিনি।

২০১৬ সালের ডিসেম্বরে রেডিট প্রতিষ্ঠাতা তথা ধনকুবের ব্যবসায়ী অ্যালেক্সিস ওহানিয়ানের সঙ্গে বাগদান হয় মার্কিন টেনিস তারকা সেরেনার। অন্তঃসত্ত্বা অবস্থায় অস্ট্রেলিয়ান ওপেনও জিতেন তিনি। যা অনেকটা বিশ্ব রেকর্ডর মতোই।

সারাবাংলা/এমআরপি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর