Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্থগিত হয়ে গেল যুব হকি বিশ্বকাপের বাছাইপর্ব


৩০ অক্টোবর ২০২০ ১৭:০৭

ঢাকা: আগামী জানুয়ারিতে ঘরের মাঠে হওয়ার কথা ছিল বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২১ এশিয়ান কাপ হকির ১০ জাতির টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট হলো যুব বিশ্বকাপের বাছাইপর্ব। যা স্থগিত হয়ে গেছে আজ। করোনা পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়।

শুক্রবার বিকেলে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে এশিয়ান হকি ফেডারেশন।

স্থগিতের পেছনে দেশের করোনা পরিস্থিতিকে বিবেচনায় আনা হয়েছে বলে জানায় এহফে। এছাড়া দেশে প্রবেশে ভিসা সংক্রান্ত জটিলতা থাকায় যুব এশিয়া কাপ হকির জায়ান্ট টুর্নামেন্ট স্থগিত করতে হয়েছে বলে জানানো হয়।

এদিকে এশিয়ান হকি ফেডারেশনকে জানুয়ারি থেকে পিছিয়ে জুনে এ টুর্নামেন্ট আয়োজন করার প্রস্তাব দিয়েছে বাহফে।

ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেন, ‘আমরা ২১ থেকে ৩০ জুন এ টুর্নামেন্ট করার কথা জানিয়েছি এশিয়ান হকি ফেডারেশনকে। তাদের ইচ্ছা এক মাস আগে ২১ থেকে ৩০ মে টুর্নামেন্ট আয়োজন করার। এখন তারা আন্তর্জাতিক হকি ফেডারেশনের সঙ্গে সমন্বয় করে মে বা জুনে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত জানাবে।’

যুব বিশ্বকাপের বাছাইপর্ব স্থগিত হলেও মার্চে যথা সময়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হবে বলে জানান মোহাম্মদ ইউসুফ। কয়েক দিনের মধ্যে যুবদলের ক্যাম্প স্থগিত করে জাতীয় দলের ক্যাম্প শুরু করবে ফেডারেশন।

অনূর্ধ্ব-২১ হকি বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২১ এশিয়ান কাপ হকি বাংলাদেশ হকি


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সম্পর্কিত খবর