Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইনজুরিতে নেইমার, অনিশ্চিত ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও


৩১ অক্টোবর ২০২০ ১২:০২

বুধবার উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে তুরস্কের ইস্তানবুল বাসাকসেহিরের বিপক্ষে খেলতে নেমে ম্যাচের ২৬তম মিনিটেই চোটে পড়েন নেইমার। পায়ে অস্বস্তি বোধ করলে তাকে সঙ্গে সঙ্গে তুলে নেন প্যারিস সেইন্ট জার্মেই কোচ থমাস তুখেল। তিনদিন পর নান্টেসের বিপক্ষে ম্যাচের আগে এসে অবশেষে পিএসজি কোচ জানালেন নেইমারের চোট কত বড়।

পিএসজি কোচ থমাস তুখল জানিয়েছেন, আসন্ন আন্তজার্তিক বিরতির আগে নেইমারকে আর দলে পাওয়ার সম্ভাবনা নেই। অর্থাৎ আন্তর্জাতিক ফুটবলের আগে পিএসজির মোট তিনটি ম্যাচের একটিতেও দেখা যাবে না তাকে। এই সময়ে লিগ ওয়ানে দুইটি ও চ্যাম্পিয়নস লিগে আরবি লাইপজিগের বিপক্ষে একটি ম্যাচ খেলবে পিএসজি। এই তিন ম্যাচেই থাকবেন না নেইমার।

বিজ্ঞাপন

এছাড়াও বিশ্বকাপ বাছাইয়ে আগামী নভেম্বরের ১৪ তারিখ ভেনেজুয়েলা ও ১৮ তারিখ উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। দেশের হয়ে এই দুই ম্যাচেও খেলা নেইমারের পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছে তুখেল। তিনি বলেন, ‘আমার মনে হয় না ওই ম্যাচগুলোতেও (ব্রাজিলের) ও খেলতে পারবে। আর যদি খেলে তার মানে ও চোটে পড়েনি। কিন্তু সেটা ভালো কোনো বার্তা দেবে না। কারণ আমাকে বলা হয়েছে নেইমার আন্তর্জাতিক বিরতির পর ফিরবে।’

এদিকে নেইমারের ইনজুরিতে দুঃশ্চিন্তা বেড়েছে ব্রাজিল কোচ তিতেরও। নেইমারের আগে ফিলিপ কুতিনহো ইনজুরিতে পড়ে কমপক্ষে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন। রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলার সময়ই চোটে পড়েন কুতিনহো। এদিকে লিভারপুলের মধ্যমাঠের খেলোয়াড় ফ্যাবিনহোর ইনজুরি দুঃশ্চিন্তা বড়িয়ে দিয়েছে তিতের। তবে স্বস্তির সংবাদ চোট থেকে ফিরে লিভারপুলের হয়ে গোলবারের নিচে দাঁড়িয়েছেন অ্যালিসন বেকার।

বিজ্ঞাপন

থমাস তুখেল নেইমার ইনজুরিতে নেইমার জুনিয়র পিএসজির প্যারিস সেইন্ট জার্মেই ব্রাজিলের বিশ্বকাপ বাছাই

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

আরো

সম্পর্কিত খবর