হাই পারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্পে নিয়মিতই কঠোর অনুশীলনে ঘাম ঝড়িয়ে চলেছেন অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের দলপতি আকবর আলী। ফিটনেস ট্রেনিং তো চলছেই, চলছে ব্যাটিং ও কিপিং অনুশীলনও। প্রতিটি বিভাগেই নিজেকে আপ টু দ্য মার্ক রাখার নিরন্তর এক লড়াইয়ে নেমেছেন দেশকে প্রথম বিশ্বকাপ শিরোপা এনে দেওয়া এই যুবা টাইগার। লক্ষ্য একটাই আগামীর পথগুলো আরও মসৃণ হয়।
গত ২৭ অক্টোবর থেকে হোম অব ক্রিকেট মিরপুরে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স ইউনিটের ১৬ দিনের অনুশীলন ক্যাম্প। যেখানে আগামীর লড়াইয়ের জন্য নিজেকে শান দিয়ে চলেছেন লোয়ার মিডল অর্ডার এই ব্যাটসম্যান।
শনিবার (৩১ অক্টোবর) বিসিবি’র পাঠানো এক ভিডিও বার্তায় আকবর বলেন,‘ক্যাম্প তো আসলে উন্নতির জন্যই, সিম্পল এখানে বেসিক আগের মতই। আগে যেখানে ছিলাম সেখান থেকে উন্নতি করাটাই মূল লক্ষ্য। কয়েকদিন হল, ভালোই যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমি যেটা ফিল করি সেটা হল যেখানেই থাকি সেখানেই উপভোগ করার চেষ্টা করি। সেখান থেকেই বেশিরভাগ শেখার চেষ্টা করি, এখন এইচপিতে আছি তো এখান থেকেই ম্যাক্সিমাম শেখার চেষ্টা করছি, এখানে যতটা সম্ভব উপভোগ করার চেষ্টা করছি।’
দুঃখজনক হলেও সত্য, অনু-১৯ বিশ্বকাপে যে বরফ শীতল মাথার ম্যাচ উইনার আকবর আলীকে দেখা গিয়েছিল সদ্য সমাপ্ত বিসিবি প্রেসিডেন্ট’স কাপে সেই আকবরকে দেখা যায়নি। বরং ছিলেন নিজের ছায়া হয়েই। তার ব্যাট যেমন অট্টহাস্যে হাসেনি তেমনি উইকেটের পেছনেও প্রত্যাশিত ছন্দে দেখা যায়নি। এতে অবশ্য মুষড়ে পড়ছেন না তুর্কি তরুণ এই ব্যাটসম্যান বরং ব্যর্থতা থেকেও নিচ্ছেন আগামীর শিক্ষা।
‘ব্যক্তিগতভাবে একটা কঠিন অভিজ্ঞতা হয়েছিল (প্রেসিডেন্ট’স কাপ)। তবে এক সপ্তাহের ওপরে ছিলাম। কিন্তু অনেক কিছু শিখতে পেরেছি। আমরা এক সপ্তাহের বেশি সময় ছিলাম এক সাথে, অনেক ইতিবাচক জিনিস আমরা শিখতে পেরেছি।’
তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট বিসিবি প্রেসিডেন্ট’স কাপে ২ ম্যাচে আকবরের ব্যাট থেকে এসেছে মাত্র ৩ রান।