Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেছাতে পারে টি-টোয়েন্টি টুর্নামেন্ট


৩১ অক্টোবর ২০২০ ২১:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জমজমাট প্রেসিডেন্ট’স কাপ শেষে ক্যাম্পে ফিরে গেছেন এইচপি দলের ক্রিকেটাররা। বাকি ক্রিকেটাররা সপ্তাহ দু’য়েকের ছুটি পেয়েছেন। ক্রিকেটারদের এই ছুটি বাড়তে পারে। কারণ নভেম্বরের মাঝমাঝি থেকে শুরু হওয়ার কথা থাকা পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্টটি দিন দশের জন্য পেছাতে পারে।

করোনাভাইরাসের কারণে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ক্রিকেট বন্ধ হয়েছিল মার্চে। শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ক্রিকেটে ফেরার কথা ছিল টাইগারদের। কিন্তু কোয়ারেন্টাইন ইস্যুতে বনিবনা না হওয়ার কারণে শেষ মুহূর্তে এসে ভেস্তে যায় লঙ্কান সফর। তবে সিরিজ ভেস্তে গেলেও ক্রিকেটারদের ক্রিকেটে ফেরার উদ্যোগ ঠিকই নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞাপন

তৎক্ষণাত প্রেসিডেন্ট’স কাপ আয়োজন করা হয়। মাঝ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যাতে দেশের ৬০-৭০ জন ক্রিকেটারের এক সঙ্গে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার সুযোগ হতো।

বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন, টি-টোয়েন্টি টুর্নামেন্ট ঠিকই হবে। তবে স্পন্সর খোঁজার কারণে কয়েকটা দিন পিছিয়ে যেতে পারে। পাঁচ দলের এই টি-টোয়েন্টি লিগের জন্য আন্তর্জাতিক ব্রডকাস্ট আহ্বান জানাতে চায় বিসিবি। সেহেতু টুর্নামেন্ট শুরু হতে পারে ৭ থেকে ১০ দিন পরে।

শনিবার (৩১ অক্টোবর) সংবাদমাধ্যমের সঙ্গে ভার্চূয়াল আলোচনায় যোগ দিয়ে জালাল ইউনুস বলেন, ‘আমরা আন্তর্জাতিক ব্রডকাস্ট আহ্বান জানাবো। খুব শীঘ্রই, দুই একদিনের মধ্যে আমরা টেন্ডার করবো। যাতে ম্যাচগুলো তারা কাভার করতে পারে, মিডিয়া স্বত্ব আমরা তাদেরকে দিব। ব্রডকাস্ট লোকাল বা আন্তর্জাতিক যেকোনো হতে পারে। তবে আমরা আন্তর্জাতিক ব্রডকাস্ট চেয়ে টেন্ডার দিব। এখানে ব্রডকাস্ট আলাদা থাকবে, প্রোডাকশন আলাদা থাকবে, ডিজিটাল কনটেন্টও আলাদা থাকবে। এমন হতে পারে কেউ ডিজিটাল কনটেন্টের জন্য নিতে পারে। অথবা ব্রডকাস্ট বা প্রোডাকশন নিতে পারে আলাদা আলাদা।’

টুর্নামেন্ট পেছাতে পারে? এমন প্রশ্নে তিনি বলেন, ‘হ্যাঁ এটা একটা বড় প্রশ্ন। যেহেতু আমরা চেষ্টা করছি টেন্ডারটা আন্তর্জাতিক ব্রডকাস্টের জন্য। সেহেতু কিছু সময় (বিলম্ব) হতে পারে, ১৫ নভেম্বরের পরিবর্তে ৭ থেকে ১০ দিন পেছাতেও পারে। কিন্তু আমরা এখনো ১৫ তারিখ ধরে রেখেছি।’

জালাল ইউনুস পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর