Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও বলছি বার্সেলোনায় ফিরব না: গার্দিওলা


১ নভেম্বর ২০২০ ১১:১৭

জোসেপ মারিয়া বার্তোমেউয়ের পদত্যাগের মধ্য দিয়ে আবারও বার্সেলোনায় ফেরার গুঞ্জন উঠেছিল ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার। বার্সেলনার সভাপতি পদপ্রার্থী ভিক্টোর ফন্তে সম্প্রতি জানিয়েছিলেন তিনি বার্সেলোনায় আবারও গার্দিওলাকে ফিরিয়ে আনতে চান। তবে গার্দিওলা এবার সরাসরি জানিয়ে দিলেন, তিনি বার্সেলোনায় কোচিং ক্যারিয়ারের ইতি টেনেছেন আর ফিরবেন না সেখানে।

২০০৮ থেকে ২০১২ পর্যন্ত বার্সেলোনার ডাগ আউটে দাঁড়িয়ে ইতিহাস লিখেছেন পেপ গার্দিওলা। বার্সেলোনাকে তাদের ইতিহাসের প্রথম ট্রেবল এবং হেক্সা জিতিয়েছিলেন। তার অধিনেই বার্সা অপরাজেয় হয়ে উঠেছিল। তবে ২০১২ সালে চার বছরের কোচিং শেষে বায়ার্ন মিউনিখে নাম লেখান গার্দিওলা। আর সেখানে আরও তিন বছর কাটানোর পর ২০১৫ সালে নাম লেখান ম্যানচেস্টার সিটিতে। এরপর নিজের ক্যারিয়ারের সবচেয়ে বেশি সময় টানা পাঁচ বছর ধরে সিটিজেনদের ডাগ আউটের দায়িত্ব পালন করছেন এই স্প্যানিশ কোচ।

বিজ্ঞাপন

তবে বিভিন্ন সময়ে গুঞ্জন উঠেছে শৈশবের ক্লাব এবং নিজের প্রথম কোচিং করানো বার্সেলোনাতেই ফিরছেন তিনি। আর বারবারই তা নাকোচ করে দিয়েছেন গার্দিওলা। এবার আবারও এমন গুঞ্জন নাকোচ করে দিয়ে গার্দিওলা বলেন, ‘আমি আগেও বলেছি, আবারও বলছি বার্সেলোনায় আমার কোচিং ক্যারিয়ারের ইতি ঘটেছে। আমি আর সেখানে ফিরব না। আমি মনে করি জীবনে একবার আপনাকে বার্সেলোনার ডাগ আউটের দায়িত্ব নিতেই হবে কেননা এটা দারুণ অনুভূতির। বার্সার দায়িত্ব নেওয়ার জন্য এখন অনেক উপযুক্ত লোক রয়েছেন। উদাহরণস্বরূপ রোনাল্ড কোম্যান একজন দুর্দান্ত ব্যক্তি। তাই আবারও বলছি বার্সেলনায় আমার আর ফেরা হবে না ‘

বিজ্ঞাপন

কেবল বার্সেলোনায় ফিরবেন না যে সেটাই বলেননি গার্দিওলা সেই সঙ্গে ম্যানচেস্টার সিটিতেই আরও অনেদিন থাকতে চান বলেও জানিয়েছেন। ‘আমি ম্যান সিটিতে থাকতে পেরে অনেক খুশি। আমার ইচ্ছা সিটির হয়ে আরও ভালো কিছু করার।’

তবে বার্সেলোনায় না ফিরলেও তিনি আশা করছেন বার্সেলোনা যেন আরও ভালো একটি বোর্ড পায় এবং সঠিকভাবে নির্বাচন হয়। ‘সামনেই বার্সেলোনার বোর্ডের নির্বাচন, আমি আশা করি যেন তারা ভোটের মাধ্যমে সঠিক ব্যক্তিকে বেছে নিতে পারে। বার্সেলোনায় আমার ক্যারিয়ার দুর্দান্ত ছিল, আমি কোম্যানকে শুভ কামনা জানাই যেন সে ভালো করতে পারে। সে দুর্দান্ত একজন কোচ এবং সে আমার একজন প্রকৃত বন্ধু।’

গার্দিওলা আরও যোগ করেন, ‘আমি বয়স্ক হয়ে যাচ্ছি, বার্সেলোনার কোচ হতে হলে আপনাকে অনেক চঞ্চল হতে হবে এ কারণেই এটি তরুণদের জন্য উপযুক্ত।’

পেপ গার্দিওলা বার্সায় ফিরবেন না বার্সেলোনা ম্যানচেস্টার সিটি

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর