বার্সার আক্রমণভাগ নিয়ে দুঃশ্চিন্তায় কোম্যান
১ নভেম্বর ২০২০ ১২:৫৩
লা লিগায় জয় খরা কিছুতেই কাটছে না বার্সেলোনার। লিগে প্রথম দুই ম্যাচে জয়ের পর টানা চার ম্যাচ জয় বঞ্চিত লিওনেল মেসিরা। আর দলের এমন পারফরম্যান্সে আক্রমণভাগ নিয়ে দুঃশ্চিন্তায় পড়েছেন কাতালানদের কোচ রোনাল্ড কোম্যান। ২০২০/২১ মৌসুমের স্প্যানিশ লা লিগায় এখন পর্যন্ত ছয়টি ম্যাচে বার্সেলোনা গোল করতে পেরেছে মাত্র ১০। আর তাতেই দুঃশ্চিন্তা তুঙ্গে কোম্যানের।
লিগে টানা চার ম্যাচে জয় বঞ্চিত থাকা ম্যাচে বার্সা হেরেছে দুটিতে আর ড্র বাকি দুই ম্যাচে। এই তিন ম্যাচেই লিওনেল মেসিরা একটি করে গোল করতে পেরেছেন। কোম্যানের আক্রমণ নিয়ে দুঃশ্চিন্তার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে লিওনেল মেসির গোল না পাওয়া। চলতি মৌসুমে লা লিগায় এখন পর্যন্ত গোল করেছেন মাত্র একটি সেটিও এসেছে পেনাল্টি স্পট থেকে, মেসির নামের পাশে এখন পর্যন্ত নেই কোনো অ্যাসিস্টও। আর তাতেই গোলখরায় ভুগছে গোটা বার্সেলোনা।
চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে সর্বোচ্চ গোল এসেছে আনসু ফাতির কাছ থেকে। লা লিগায় বার্সেলোনার করা ১০ গোলের ভেতরে আনসু ফাতি একাই করেছেন ৪টি, একটি করে গোল গ্রিজম্যান, কুতিনহো, মেসি এবং রবের্তোর। বাকি দুটি গোল এসেছে বিপক্ষ দলের আত্মঘাতি গোল থেকে।
নিজেদের শেষ ম্যাচে দেপোর্তিভো আলাভেজের সঙ্গে ১-১ গোলে ড্র করে আক্রমণভাগ নিয়ে দুঃশ্চিন্তার কথা শোনালেন রোনাল্ড কোম্যান। তিনি বলেন, ‘আক্রমণে আমাদের পারফরম্যান্স দেখে আমি উদ্বিগ্ন। এটি কোনো খেলোয়াড়দের অনুশীলন বা অন্য কোনো সমস্যা না, এটি গোলপোস্টের সামনে অনিশ্চয়তা।’
জুভেন্টাসের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করার পরের ম্যাচে অপেক্ষাকৃত কম শক্তিশালী দেপোর্তিভো আলাভেজের বিপক্ষে ১-১ গোলে ড্র বার্সেলোনার। দুটি ম্যাচেই অসংখ্য গোলের সুযোগ নষ্ট করেছে বার্সার আক্রমণভাগ। এ ব্যাপারে কোম্যান বলেন, ‘এটা (গোল সুযোগ নষ্ট) আমাদের জুভেন্টাসের বিপক্ষে এবং আজকেও হয়েছিল। আমরা গোলের অনেক সুযোগ তৈরি করেছিলাম, যেগুলো আমরা হাতছাড়া করেছি। আমরা এতগুলো হাতছাড়া করতে পারি না। অবশ্যই আমি উদ্বিগ্ন যে আমরা শেষ তিন ম্যাচের ১২ পয়েন্টের মধ্যে মাত্র দুটি পয়েন্ট তুলেছি। এটা উদ্বেগজনক।’
তবে এমন গোল মিসের মহড়া দেওয়ার পরেও দল নিয়ে আশাবাদী কোম্যান। তিনি মনে করেন, ‘গোলের সামনে আমাদের আরও ভালো পারফর্ম করতে হবে। ফাইনাল পাস, ফাইনাল শট সবকিছু নিয়ে আরও কার করতে হবে। আমরা প্রতি ম্যাচে এত সংখ্যক গোল হাতছাড়া করতে পারি না।’
অ্যান্তোনিও গ্রিজম্যান আক্রমণভাগ আনসু ফাতি ফিলিপ কুতিনহো বার্সেলোনা রোনাল্ড কোম্যান লিওনেল মেসি স্প্যানিশ লা লিগা