Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লকডাউনেও চলবে ইংলিশ প্রিমিয়ার লিগ


১ নভেম্বর ২০২০ ১৩:৫৬

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দ্বিতীয় দফায় লকডাউনে প্রবেশ করতে যাচ্ছে ইংল্যান্ড। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন ইংল্যান্ড নতুন করে আবারও চার সপ্তাহের জন্য লকডাউনে যাচ্ছে। এই ধাপে লকডাউন আগামী বৃহস্পতিবার থেকে শুরু হয়ে চলবে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত। তবে এই সময়েও ইংলিশ প্রিমিয়ার লিগ চলবে।

ইংল্যান্ডের সংস্কৃতি সম্পাদক অলিভার ডাউডেন টুইট করে জানিয়েছেন, ‘খেলাধুলা চলবে বর্তমান নিয়মেই। বন্ধ দরজায় দর্শকহীন মাঠে খেলা চলতে থাকবে। তবে কাজের জায়গায় চলাচলের জন্য অনুমতি দেওয়া হবে।’

লকডাউন ঘোষণার জন্য সংবাদ সম্মেলন করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। যেখানে তার কাছে জিজ্ঞাসা করা হয় ফুটবল লিগ চলবে কিনা। এমন প্রশ্নের জবাবে বরিস জানান, ‘হ্যাঁ প্রিমিয়ার লিগ চলবে।’

গত মার্চে স্থগিত হওয়ার পর জুনে আবারও মাঠে ফেরে ফুটবল। এরপর থেকে প্রতি সপ্তাহেই খেলোয়াড়দের করোনা পরীক্ষা করা হয়।

প্রিমিয়ার লিগের পক্ষ থেকে জানানো হয়, ‘সরকার আমাদের খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। আমরা এই প্রাদুর্ভাব মোকাবিলায় সরকারের জাতীয় প্রচেষ্টাকে সমর্থন করছি।’

ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগ ইংল্যান্ড লকডাউনে প্রধানমন্ত্রী বরিস জনসন লকডাউন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর