জাতীয় দলের স্বপ্ন দেখেন ইমন
১ নভেম্বর ২০২০ ১৮:০৪
মাত্রই অনূর্ধ্ব-১৯ পর্যায়ের গন্ডি পেরিয়েছেন পারভেজ হোসেন ইমন। দেশকে একমাত্র বিশ্বকাপ শিরোপা এনে দেওয়ার অন্যতম এই কুশীলব এখন আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিবিড় পরিচর্যায়। বিশ্বজয়ী যুবাদের জন্য বিসিবি যে অনু-২৩ দল তৈরী করেছে এতদিন সেখানেই আগামীর জন্য প্রস্তুত হচ্ছিলেন এই যুবা উইকেটরক্ষক ব্যাটসম্যান। সম্প্রতি জায়গা মিলেছে হাই পারফরম্যান্স ইউনিটে (এইচপি)। যেখানে ব্যাটিং ও উইকেটকিপিংয়ে শান দিয়ে চলেছেন অবিরত। আর এই প্রস্তুতিই তাকে জাতীয় দলের জার্সি গায়ে খেলার স্বপ্ন দেখাচ্ছে।
তবে হুট করে বা রাতারাতি নয়। ধাপে ধাপে উন্নতির শিখরে যেতে চাইছেন ১৮ বছর বয়সী এই তরুণ। এখন এইচপিতে খেলছেন, এরপর ‘এ’ দল ও তারপরে জাতীয় দলে খেলার স্বপ্ন বুনছেন ইমন। আর ক্যারিয়ারের শীর্ষ পর্যায়ে খেলার যে প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি যাচ্ছেন তা বেশ উপভোগ করছেন।
রোববার (১ নভেম্বর) বিসিবির পাঠানো ভিডিওবার্তায় এসব কথা জানালেন ১৮ বয়সী তরুণ।
ইমন বলেন, ‘অবশ্যই স্বপ্ন আছে জাতীয় দলে খেলার। চেষ্টা করছি ধাপে ধাপে উপরে ওঠার। এইচপিতে খেলবো, এরপর ‘এ’ টিম এরপর ধাপে ধাপে ওঠার চেষ্টা করবো। অবশ্যই অনেক ভালো লাগছে। অনেক আলাদা। নতুন কোচ আসছে। অনূর্ধ্ব-১৯ থেকে ভিন্ন লাগছে। ভালো ভালো টেকনিক শেখাচ্ছে, যেগুলো আমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে। ওই টেকনিকগুলো নেয়ার চেষ্টা করছি।’
ইমন গত ২৭ অক্টোবর থেকে হোম অব ক্রিকেট মিরপুরে শুরু হওয়া এইচপি ইউনিটের অনুশীলন ক্যাম্পে স্কিল নিয়ে কাজ শুরু করেছেন। হেড কোচ টবি র্যাডফোর্ডের অধীনে করছেন ব্যাটিং আর স্থানীয় কোচ মুর্তজার অধীনে চালিয়ে যাচ্ছেন কিপিং অনুশীলন। ফিল্ডিংটাও থেমে নেই। সবমিলে অনুশীলন ক্যাম্পটা দুর্দান্ত যাচ্ছে বলেই জানালেন তুর্কি তরুণ এই টপ অর্ডার ব্যাটসম্যান।
‘ব্যাটিং নিয়ে অনেক কাজ করছি, কিপিং নিয়েও মুর্তাজা স্যার আছেন উনার সঙ্গে কাজ করছি, ফিল্ডিংও ভালো হচ্ছে সব মিলিয়ে। অনেক কিছু মিল আছে। নতুন কোচ ওনার সঙ্গে কাজ করছি, ওনার নতুন টেকনিক আছে সেটাই চেষ্টা করছি।’
মাত্রই শেষ হয়েছে বিসিবি প্রেসিডেন্ট’স কাপ। যেখানে নাজমুল একাদশের হয়ে খেলেছিলেন ইমন। কিন্তু্ আহামরি কিছুই করে দেখাতে পারেননি। দুই ম্যাচে তার সংগ্রহ ১০ ও ১৯। তাতে অবশ্য তার কেন খেদ নেই। বরং তাকাচ্ছেন সামনের টি-টোয়েন্টি টুর্নামেন্টের দিকে।
‘টুর্নামেন্ট (টি টোয়েন্টি) আসতে এখনও দেরি আছে, এর আগে এখানে কিছু ম্যাচ আছে এখানের জন্যই প্রস্তুতিটা নিচ্ছি।’