ইফতেখার-বাবরে পাকিস্তানের দাপুটে জয়
১ নভেম্বর ২০২০ ২২:৩৫
ব্রেন্ডন টেলরের লড়াকু এক সেঞ্চুরিতে সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ভড়কে দিয়েছিল জিম্বাবুয়ে। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে প্রায় হারিয়েই দিচ্ছিল আফ্রিকান দলটি। তবে আজ দ্বিতীয় ওয়ানডেতে সেভাবে পাত্তা পায়নি জিম্বাবুয়ে। ইফতেখার আহমেদের ঘূর্ণি জাদুর পর ব্যাট হাতে ফুল ফুটিয়েছেন বাবর আজম। দুই মিলিয়ে ৬ উইকেটে জিতেছে পাকিস্তান।
এই জয়ে তিন ম্যাচের সিরিজটাও জেতা হয়ে গেল পাকিস্তানের। রাওয়ালপিন্ডিতে প্রথমে ব্যাটিং করতে নেমে দুইশ পেরুতেই গুটিয়ে গেছে জিম্বাবুয়ে। ক্যারিয়ারের আগের পাঁচ ওয়ানডেতে মাত্র ১ উইকেট পাওয়া ইফতেখার আহমেদের ঘূর্ণির জবাব দিতে পারেনি সফরকারী দলটি। আজ ৫ উইকেট নিয়েছেন ইফতেখার।
শুরুতে পাকিস্তানি পেসে ভুগেছে জিম্বাবুয়ে। দলীয় ১৮ রানের মাথায় অধিনায়ক চামু চিবাবাহকে (৬) ফেরান হারিস রউফ। ২৭ রানের মাথায় ক্রেইগ আরভিনকে ফেরান অভিষিক্ত তরুণ মোহাম্মদ মুসা। দারুণ খেলতে থাকা ব্রায়ান চারি যখন ৪৬ বলে ২৫ রান করে ফিরলেন জিম্বাবুয়ের রান তখন ৪৯। এরপর শন উইলিয়ামসকে সাথে নিয়ে বিপর্যয় সামলানোর চেষ্টা করছিলেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান টেলর। ইফতেখারের আবির্ভাব তার পরপরই।
দারুণ খেলতে থাকা টেলরকে (৩৬) ফেরান পাকিস্তানের ৩০ বছর বয়সী স্পিনিং অলরাউন্ডার। এরপর তার সামনে এক শন উইলিয়ামস ছাড়া আর কেউই দাঁড়াতে পারেননি। শেষ পর্যন্ত ২০৬ রানের মাথায় গুটিয়ে যায় জিম্বাবুয়ে। উইলিয়ামস ৭০ বলে ১০ চার ১ ছয়ে ৭৫ রান করেন। ইফতেখার ৫ উইকেট নিয়েছেন দশ ওভারে ৪০ রান খরচায়। অভিষিক্ত মুসা ২১ রানে নিয়েছেন ২ উইকেট।
পরে জবাব দিতে নেমে জিম্বাবুয়েকে খুব একটা সুযোগ দেয়নি পাকিস্তান। ইমাম-উল হক ও আবিদ আলির ওপেনিং জুটিটি ছিল ৬৮ রানের। আবিদ ২২ করে ফিরলে পাকিস্তানকে অনেকদূর এগিয়ে নেয় বাবর-ইমাম জুটি। দলীয় ১০০ রানের মাথায় ৬১ বলে ৪৯ করে ফিরেছেন ইমাম। তবে বাবরকে দমাতে পারেনি জিম্বাবুয়ান বোলাররা।
৩৫.২ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য ২০৮ রান তোলে পাকিস্তান। বাবর তখন ৭৭ রানে অপরাজিত। পাকিস্তানি অধিনায়ক ৭৪ বলের ইনিংসটি সাজিয়েছেন ৭টি চার ২টি ছয়ে। আরেক অভিষিক্ত হায়দার আলি ২৪ বলে ১ চার ২ ছয়ে করেছেন ২৯ রান।