Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধোনিকে ছাড়িয়ে উইকেটের পেছনের রাজা কার্তিক


২ নভেম্বর ২০২০ ১৭:২১

করোনাকালের আইপিএলটা একদমই ভালো কাটছে না দিনেশ কার্তিকের। এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলে রান করেছেন মাত্র ১৬৯। ব্যাটিং দুর্দশার কারণে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্বও হারাতে হয়েছে। তবে উইকেটের পেছনে বারবারই মুগ্ধ করে চলেছেন কার্তিক। এর মধ্যে মহেন্দ্র সিং ধোনিকে পেছনে ফেলে উইকেটরক্ষকদের মধ্যে আইপিএলে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ডও গড়লেন।

কাল রাজস্থান রয়্যালসের ম্যাচে উইকেটের পেছনে চারটি ক্যাচ নিয়েছেন কার্তিক। তার মধ্যে বেন স্টোকসের ক্যাচটা চোখে লেগে থাকল অনেকক্ষণ। চার ক্যাচ নেওয়ার মধ্যে ধোনিকে ছাড়িয়ে গেছেন কলকাতার উইকেটরক্ষক। আইপিএলে উইকেটরক্ষক কার্তিকের ক্যাচ সংখ্যা এখন ১১০টি। এতোদিন শীর্ষে থাকা মহেন্দ্র সিং ধোনির ক্যাচ ১০৯টি।

বিজ্ঞাপন

এই দুজনের চেয়ে অনেকটা পিছিয়ে তালিকার তিন নম্বরে রয়েছেন পার্থিব প্যাটেল। পার্থিবের ক্যাচ ৬৬টি। সেরা পাঁচে এরপর আছেন যথাক্রমে নোমান ওঝা (৬৫) ও রবিন উথাপ্পা (৫৮)।

কার্তিকের রেকর্ড গড়ার দিনে রাজস্থানকে কাল ৬০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে কলকাতা। এতে ছিটকে পড়তে পড়তে প্লে-অফের লড়াইয়ে টিকে আছে কলকাতা। সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের শেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হারলে প্লে-অফে চলে যাবে কলকাতা।

তেমনটা হলে কার্তিকের রেকর্ডের সংখ্যাটা বাড়তেও পারে। মহেন্দ্র সিং ধোনি চলতি আইপিএলে আর খেলতে পারছেন না। আগেই বাদ পড়া তার দল চেন্নাই সুপার কিংস প্রথম পর্বের ১৪ ম্যাচ খেলে ফেলেছে। ধোনি আগামীতে কখনো আইপিএল খেলতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ অনেকের। বয়স ৩৯ হয়ে গেছে। ফর্মও নেই ভারতের সাবেক অধিনায়কের।

বিজ্ঞাপন

আইপিএল ২০২০ কলকাতা নাইট রাইডার্স দিনেশ কার্তিক মহেন্দ্র সিং ধোনি

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর