কোহলিদের অপেক্ষায় রেখে প্লে-অফে দিল্লি
২ নভেম্বর ২০২০ ২৩:৩৬
একটা সময় মনে হচ্ছিল আইপিএলের প্লে-অফের টিকিট পাওয়া দিল্লি ক্যাপিটালের সময়ের ব্যাপার মাত্র। নিজেদের প্রথম নয় ম্যাচের সাতটিতেই জেতা দিল্লি পয়েন্ট টেবিলের শীর্ষে জেঁকে বসেছিল। তবে তারপর টানা চার ম্যাচ হেরে প্লে-অফের সমীকরণ অনিশ্চিত করে ফেলেছিল দলটি। অনিশ্চয়তা দূরে রেখে অবশেষে প্লে-অফ নিশ্চিত করল দিল্লি।
বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৬ উইকেটে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে করোনাকালের আইপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে তারুণ্যনির্ভর দিল্লি। প্রথম পর্বের ১৪ ম্যাচ শেষে দিল্লির পয়েন্ট দাঁড়াল ১৬। অপর দিকে ১৪ ম্যাচে ১৪ পয়েন্টে আটকে থাকা বেঙ্গালুরুর প্লে-অফের সম্ভাবনা কিন্তু শেষ হয়ে গেল না। সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের গ্রুপের শেষ ম্যাচ হারলে শেষ চারে উঠে যাবে বেঙ্গালুরু। হায়দ্রাবাদ জিতলে তখন রান রেটের হিসেবে বসতে হবে।
আইপিএলে শেষভাগে এসে উইকেট হঠাৎই যেন বোলারদের হয়ে কথা বলতে শুরু করেছে! আজও খুব একটা সুবিধা করতে পারেননি ব্যাটসম্যানরা। যে জিতবে তাদের প্লে-অফ নিশ্চিত, এমন সমীকরণে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৫২ রান তোলে বেঙ্গালুুরু।
তরুণ ওপেনার দেভদুত পাদিক্কাল আজও ফিফটি পেয়েছেন। ৪১ বলে ৫ চারে ৫১ রান করে আউট হয়েছেন তিনি। তবে তারপর বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্সরা প্রত্যাশা পূরণ করতে পারেননি। তিনে নেমে ২৪ বলে ২৯ করে ফিরেছেন কোহলি। ডি ভিলিয়ার্স ২১ বলে ১ চার ২ ছয়ে করেছেন ৩৫।
১৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি দিল্লির। ৯ বলে ৬ রান করে আউট হয়েছেন তরুণ ওপেনার পৃথ্বী শ। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ৮৮ রানের দুর্দান্ত একটা জুটি গড়েন দুই অভিজ্ঞ আজিঙ্কা রাহানে ও শিখর ধাওয়ান। কোহলির দলের ম্যাচটা হতছাড়া হয়েছে সেখানেই।
ধাওয়ান ৪১ বলে ৬ চারে ৫৪ রান করে ফিরেছেন। রাহানে ৪৬ বলে ৫ চার ১ ছয়ে ৬০ রান করে যখন ফিরছিলেন দিল্লি দখন জয়ের কাছাকাছি। ৫ বলে ১০ রান করে পরে জয়ের আনুষ্ঠানিকতা সেড়েছেন মার্কাস স্টায়নিস।
বাংলাদেশের দর্শকরা আইপিএল-এর সব ম্যাচ সরাসরি দেখতে পারবেন জিটিভিতে। এছাড়া কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই অনলাইনে দেখা যাবে র্যাবিটহোলবিডি’র ওয়েবসাইট www.rabbitholebd.com-এ।
আইপিএল ২০২০ দিল্লি ক্যাপিটালস বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু