টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক সিরিজের প্রস্তুতি
৩ নভেম্বর ২০২০ ১৮:২৯
বিষয়টি বিসিবি’র জন্য অনেকটা এসিড টেস্টের মতোই। কেননা আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আদলে আসন্ন ৫ দলের টি-টোয়েন্টি লিগে ন্যূনতম ৮০ জন ক্রিকেটার অংশ নেবেন। তাদের জন্য আবাসন ব্যবস্থা থেকে শুরু করে অনুশীলন সুবিধা তৈরি ও বায়ো বাবল নিরাপত্তা নিশ্চিত করতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবিকে। শুধু তাই নয় পুরো লিগটাই টিভিতে সরাসরি সম্প্রচারিত হবে। তো এই আয়োজনে বিসিবি যখন সফল হবে সেই সাফল্যের নিরিখে তারা অনুধাবন করতে সক্ষম হবে যে অতিমারির সময়ে একটি আন্তর্জাতিক সিরিজ আয়োজন করতে হলে তাদের কী কী করতে হবে।
অতএব একথা বলাই যায় জানুয়ারিতে ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে এই লিগ দিয়ে আন্তর্জাতিক কোনো সিরিজ আয়োজনের জন্য নিজেদের প্রস্তুত করার একটি দারুণ সুযোগ পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।
বিসিবি’র সিও নিজাম উদ্দিন চৌধুরী সুজন ও তেমনি ভাবছেন।
মঙ্গলবার ৩ নভেম্বর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি তার এই ভাবনার কথা জানান।
নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘দেখুন আমরা যে টুর্নামেন্টটা ইতোমধ্যে করেছি যদিও চ্যালেঞ্জিং ছিল তবুও আমরা সফলতার সঙ্গে করেছি এবং সে ক্ষেত্রে এটার ভিউয়ারশিপ এবং সবকিছু বিবেচনা করে কিন্তু আমরা মনে করি যে ইন্টারন্যাশনাল ক্রিকেট ফেরার জন্য একটা দিকনির্দেশনা আমরা পেয়েছি, কিভাবে এবং কি সমস্ত চ্যালেঞ্জ আমাদের মুখোমুখি হতে হচ্ছে। পরবর্তীতে আমরা হয়তো আরও অভিজ্ঞ হবো এবং তখন হয়তো বুঝতে পারব কীভাবে আমরা আমাদের প্রক্রিয়ায় ফিরে আসতে পারব।’
মধ্য নভেম্বর থেকে বিসিবি’র আয়োজনে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। তবে বিসিবি’র অফিসিয়াল পেজে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট নামে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট চাওয়া হয়েছে। এবং এর প্রেক্ষিতে বেশ ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে বলে জানালেন বিসিবি’র প্রধান নির্বাহী।
‘আপনারা জানেন যে আমরা ইতোমধ্যে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ লিগের স্পন্সর চেয়ে বিজ্ঞাপন দিয়েছি এবং আমরা আশাবাদী যে শীঘ্রই বিষয়টাকে আমরা ক্লোজ করে ফেলতে পারব। সাড়া পেয়েছি আমরা। আশানুরূপেই সাড়া পেয়েছি।’
সেদিন বিসিবি প্রেসিডেন্ট’স কাপের ফাইনালের পুরস্কার বিতরণ এরপর বিসিবি’র সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন নভেম্বরের ১৫ তারিখ থেকে শুরু হবে ৫ দলের টি-টোয়েন্টি লিগ। কিন্তু আপাতদৃষ্টিতে মনে হচ্ছে তা পিছিয়ে যাচ্ছে। নিজাম উদ্দিন চৌধুরী ও তেমনি ইঙ্গিত দিলেন।
‘পিছানো না, আমাদের যেভাবে পরিকল্পনা করা আছে যে, নভেম্বরের ২০ তারিখের দিকে, এর মধ্যেই আমরা শুরু করব। ২০, ২১, ২২ এর মধ্যে কোনো একটা সময়, আমার প্লান করেই এগোচ্ছি।’
আন্তর্জাতিক ক্রিকেট টি-টোয়েন্টি টুর্নামেন্ট নিজামউদ্দিন চৌধুরী সুজন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিসিবি সিইও