Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেপালের বিপক্ষে মামুনুলকে পাচ্ছে না বাংলাদেশ


৪ নভেম্বর ২০২০ ১৯:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেপাল ম্যাচের আগে বড়সড় এক ধাক্কা খেল বাংলাদেশ ফুটবল দল। চোটের কারণে ছিটকে গেলেন অভিজ্ঞ মিডফিল্ডার ও সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। চোটে ভুগছেন ফরোয়ার্ড মোহাম্মদ আব্দুল্লাহও।

গত সোমবার অনুশীলনের সময় চোট পেয়েছিলেন মামুনুল। ব্যথা নিয়েই অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন। এর মাঝে পরীক্ষাও করানো হয়েছিল। বুধবার তার ফল হাতে পেয়ে জানা যায়, চিড় ধরেছে সাবেক অধিনায়কের হাতে। অর্থাৎ নেপালের বিপক্ষে আর খেলা হচ্ছে না তার।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল দলের হেড কোচ জেমি ডে। তিনি বলেন, ‘মামুনুলের কব্জিতে চিড় ধরা পড়েছে। এ কারণে নেপালের বিপক্ষে আমরা তাকে পাব না।’ আব্দুল্লাহর ব্যাপারে জেমি বলেন, ‘আব্দুল্লাহর হাঁটুতে কিছুটা ব্যথা আছে। এটা নিয়ে ফিজিওর সঙ্গে সে জিমে কাজ করছে। আশা করছি কয়েক দিনের মধ্যে সে সেরে উঠবে এবং নেপাল ম্যাচের জন্য ফিট হয়ে উঠবে।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। করোনাভাইরাসের কারণে খেলা বন্ধ হওয়ার পর নেপালের ম্যাচ দিয়েই ফুটবলে ফিরছে বাংলাদেশ।

জেমি ডে বাংলাদেশ ফুটবল বাংলাদেশ-নেপাল প্রীতি ফুটবল ম্যাচ মামুনুল ইসলাম মামুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর