Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসিকসেহিরের বিপক্ষে পা হড়কেছে ম্যানচেস্টার ইউনাইটেড


৫ নভেম্বর ২০২০ ০১:৫৩ | আপডেট: ৫ নভেম্বর ২০২০ ০২:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিএসজির বিপক্ষে তাদের ঘরের মাঠেই দুর্দান্ত জয়, এরপর ওল্ড ট্রাফোর্ডে লাইপজিগকে পাঁচ গোলে বিধ্বস্ত করে উড়ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে এমন দুর্দান্ত পারফরম্যান্স বেশি দিন ধরে রাখতে পারল না ইংলিশ জায়ান্টরা। তুরস্কের ক্লাব ইস্তানবুল বাসিকসেহিরের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে চ্যাম্পিয়নস লিগের ২০২০/২১ মৌসুমের প্রথম হারের স্বাদ পেয়েছে রেড ডেভিলরা।

গ্রুপ ‘এইচ’ বলা চলে গ্রুপ অব ডেথ, গেল মৌসুমের রানার আপ প্যারিস সেইন্ট জার্মেই, আর সেমিফাইনালিস্ট আরবি লাইপজিগের সঙ্গে একই গ্রুপে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড এবং ইস্তানবুল বাসিকসেহির। রানার আপ এবং চ্যাম্পিয়নদের বিপক্ষে জয় পেয়ে দুর্দান্ত কাটছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। পিএসজিকে তাদের ঘরের মাঠেই ২-১ গোলের ব্যবধানে আর লাইপজিগকে ওল্ড ট্রাফোর্ডে ৫-০ গোলে উড়িয়ে দেয় রেড ডেভিলরা। তবে তৃতীয় ম্যাচে এসে তুরস্কের ক্লাবের বিপক্ষে পা হড়কাল সোলশায়ারের দল।

বিজ্ঞাপন

অপেক্ষাকৃত কম শক্তিশালী বাসিকসেহিরের বিপক্ষে বেশ শক্তপোক্ত দলই সাজান ওলে গানার সোলশায়ার। যদি পল পগবা, স্কট ম্যাকটিমনি, মেসন গ্রিনউডদের বেঞ্চে রেখেই দল সাজান ইউনাইটেড বস। আর সেটাই যেন ভুল সিদ্ধান্ত হয়ে দাঁড়ায় সোলশায়ারের। তবে ইউনাইটেড এগিয়ে যেতে পারত ম্যাচের ১০ মিনিটের মাথায়, ভ্যান ডি বিকের কাছ থেকে পাওয়া দারুণ এক বল বাসিকসেহিরের ডি বক্সের কোণা থেকে ডি বক্সের দিকে পাঠিয়ে দেন লুক শ। তবে ডি বক্সে সঠিক সময়ে প্রবেশ করতে ব্যর্থ হন অ্যান্থনি মার্শিয়াল এবং মার্কাস রাশফোর্ড। তাতেই প্রথম সুযোগ হাতছাড়া হয় রেড ডেভিলদের।

ইউনাইটেড প্রথম সুযোগ হাতছাড়া করলেও বাসিকসেহির প্রথম সুযোগেই এগিয়ে যায়। ম্যাচের ১২ মিনিটের মাথায় সাবেক চেলসি স্ট্রাইকার ডেম্বা বা’র গোলে ১-০’তে লিড নেয় স্বাগতিক বাসিকসেহির। এরপর খেলার সময় আধাঘণ্টা ছুঁতেই দুর্দান্ত এক আক্রমণ করে ইউনাইটেড, অ্যারন ওয়ান বিসাকার দুর্দান্ত এক ক্রস পেয়ে জোরালো শট নেন মার্শিয়াল তবে তাকে প্রতিহত করেন ফুলব্যাক রাফায়েল। বাসিকসেহিরে যোগ দেওয়ার আগে ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলেছেন রাফায়েল।

খেলার সময় ৪০ মিনিট হতেই ম্যাচে ২-০ গোলে এগিয়ে যায় বাসিকসেহির। ফরোয়ার্ড এডিন ভিস্কার গোলে লিড দ্বিগুণ করে স্বাগতিকরা। যদিও এর মাত্র দুই মিনিটের মাথায় একটি গোল পরিশোধ করে রেড ডেভিলরা। লুক শ’র অ্যাসিস্ট থেকে অ্যান্থনি মার্শিয়াল গোল করলে প্রথমার্ধ শেষের আগেই ব্যবধান কমিয়ে ২-১ করে ম্যানচেস্টার ইউনাইটেড।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বাসিকসেহিরকে চেপে ধরে রেড ডেভিলরা, তবে কোনোভাবেই স্বাগতিকদের রক্ষণে ফাটল ধরাতে পারেনি। ম্যাচের অন্তিম মুহূর্তে গোল লাইন থেকে বল ক্লিয়ার করে ম্যানচেস্টার ইউনাইটেড গোল বঞ্চিত করেন বাসিকসেহির ডিফেন্ডার। শেষ পর্যন্ত বাসিকসেহিরের ২-১ গোলের জয়েই শেষ হয় ম্যাচটি।

২০২০/২১ মৌসুম উয়েফা চ্যাম্পিয়নস লিগ ম্যানচেস্টার ইউনাইটেড বনাম পার্টিজেন বেলগ্রেড ম্যানচেস্টার ইউনাইটেডের হার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর