হারতে হারতে শেষ সময়ে বাঁচলো আর্সেনাল
১০ ডিসেম্বর ২০১৭ ২০:৩৪
সারাবাংলা ডেস্ক
টানা দুই ম্যাচে জয়ের দেখা নেই ইংলিশ প্রিমিয়ারের জায়ান্ট দল আর্সেনালের। সবশেষ ম্যাচে রোববার (১০ ডিসেম্বর) সাউদাম্পটনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।
হারতে বসা ম্যাচের শেষ মুহূর্তে অলিভিয়ের জিরুদের গোলে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। তবে, লিগে টানা দুই ম্যাচ জয়শূন্য থাকলো গানাররা।
এর আগে লিগের সবশেষ ম্যাচে গত সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠে ৩-১ গোলে হেরেছিল আর্সেনাল।
সাউদাম্পটনের মাঠে খেলতে নেমে আতিথ্য নেওয়া আর্সেনাল ম্যাচের তৃতীয় মিনিটে পিছিয়ে পড়ে। চার্লি অস্টিন গোল করে এগিয়ে নেন স্বাগতিকদের।
ম্যাচের ৮৮তম মিনিটে আর্সেনালকে সমতায় ফেরান জিরুদ। চিলিয়ান তারকা আলেক্সিস সানচেজের ক্রসে হেড করে গোলটি করেন ফরাসি এই স্ট্রাইকার।
সারাবাংলা/এমআরপি/১০ ডিসেম্বর ২০১৭