Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আর্জেন্টিনা দলে ডি মারিয়া, ফ্রান্সে এমবাপে-পগবা


৬ নভেম্বর ২০২০ ১৭:১২

আর্জেন্টিনা দলে ডাক না পেয়ে গত অক্টোবরে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন অ্যাঞ্জেলো ডি মারিয়া। ধারণা করা হচ্ছিল, বয়স বেড়ে গেছে বলেই হয়তো তার জায়গায় তরুণ ফুটবলারদের ওপর ভরসা করতে চাইছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ডি মারিয়া প্রশ্ন তুলেছিলেন, তাহলে তার চেয়ে বেশি বয়স্ক লিওনেল মেসি, ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি কীভাবে দলে ডাক পান? ক্ষোভ দেখিয়ে বুঝি কাজ হলো! প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। দলে রয়েছেন ডি মারিয়া।

বিজ্ঞাপন

তবে ডাক পাননি সার্জিও আগুয়েরো। আর্জেন্টিনার ক্লাবে খেলেন এমন কোনো ফুটবালকে দলে রাখেননি স্কালোনি। ফলে রিভার প্লেটে খেলা নিয়মিত গোলরক্ষক ফ্রাঙ্কে আরমানি বাদ পড়েছেন। ভিয়ারিয়ালের সেন্টারব্যাক হুয়ান ফয়থ ও ফিওরেন্তিনার জের্মান পেৎসালাও বাদ পড়েছেন।

আগামী শুক্রবার নিজেদের মাঠে প্যারাগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। পাঁচদিন পর লিওনেল মেসিরা পেরুর বিপক্ষে ম্যাচটা খেলবে পেরুর মাঠেই।

এদিকে, তিন ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ফ্রান্সও। দলে কিলিয়ান এমবাপে ও পল পগবার নাম আছে। পিএসজির হয়ে খেলতে গিয়ে গত সপ্তাহে চোট পেয়েছেন এমবাপে। পিএসজির সর্বশেষ ম্যাচে মাঠে নামেননি তিনি। তবে জাতীয় দলের স্কোয়াডে ঠিকই আছে তার নাম।

পল পগবার ফ্রান্সের হয়ে না খেলার গুজব ছড়িয়েছিল কদিন আগে। পগবা অবশ্য নিজেই নিশ্চিত করেছিলেন বিষয়টি গুজব ছিল। এবার জাতীয় দলের স্কোয়াডে দেখা গেল তার নাম।

আগামী ১১ নভেম্বর ফিনল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স। তিন দিন পর পর্তুগালের বিপক্ষে উয়েফা নেশনস কাপ খেলবে দলটি। তারপর ১৭ নভেম্বর সুইডেনের মুখোমুখি হবেন ফরাসিরা।

আর্জেন্টিনা দল:

গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), অগাস্তিন মার্চেসিন (পোর্তো);

ডিফেন্ডার: নিকোলাস ওতামেন্দি (ম্যানচেস্টার সিটি), নেহুয়েন পেরেজ (গ্রানাদা), ওয়ালতার কানেমান (গ্রেমিও), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), ফাকুন্দো মেদিনা (লেঁস), লুকাস মার্তিনেজ কার্তা (ফিওরেন্তিনা);

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস (পিএসজি), গিদো রদ্রিগেজ (বেতিস), রদ্রিগো দে পল (উদিনেসে), এজেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুসেন), জিওভানি লো সেলসো (টটেনহ্যাম হটস্পার), নিকোলাস দমিঙ্গেজ (বোলোনিয়া), মার্কোস আকুনিয়া (সেভিয়া), আলেহান্দ্রো গোমেজ (আতালান্তা), আনহেল দি মারিয়া (পিএসজি), লুকাস ওকাম্পোস (সেভিয়া), রবার্তো পেরেইরা (উদিনেসে);

বিজ্ঞাপন

ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), পাওলো দিবালা (জুভেন্টাস), নিকোলাস গঞ্জালেজ (স্টুটগার্ট), হোয়াকিন কোরেয়া (লাৎসিও), লুকাস আলারিও (বায়ার লেভারকুসেন), লাউতারো মার্তিনেজ (ইন্টার মিলান)।

ফ্রান্স দল:

গোলকিপার: বেনোয়া কোস্তিল, উগো লরি, স্তিভ মঁদঁদা, মাইক ম্যাইগো

ডিফেন্ডার: লুকাস দিনিয়ে, লিও দুবোইস, লুকাস এর্নান্দেস, প্রিসনেল কিম্পেম্বে, ক্লেমো লংলে, বেনজামিন পাভার্ড, রাফায়েল ভারান, কার্ত জুমা

মিডফিল্ডার: এনগোলো কঁতে, পল পগবা, করেতিঁ তোলিসো, স্টিভেন জনজি, আদ্রিয়েন রাবিয়োট, মুসা সিসিকো

ফরোয়ার্ড: উইসাম বেন ইয়েদের, কিংসলে কোমান, নাবিল ফেকির, অলিভিয়ের জিরুদ, অ্যান্থনিও গ্রিজমান, কিলিয়ান এমবাপে, আন্থোনিও মার্সিয়াল, মার্কাস থুরাম।

বিজ্ঞাপন
সর্বশেষ

২ দিনে আয় ২৮৯ কোটি টাকা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩২

মৌসুমী হামিদের সংসার যেমন চলছে
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:২৬

সম্পর্কিত খবর