মুশফিককে দেখে শিখেছেন হৃদয়
৬ নভেম্বর ২০২০ ১৯:২৬
মুশফিকুর রহিম অনেক তরুণেরই আইডল। বছরের পর বছর ধরে তার ডিসিপ্লিন মেনে চলা, বাড়তি অনুশীলন, একই রকম নিবেদন মুগ্ধ করে প্রায় সবাইকে। উঠতি তারকা তৌহিদ হৃদয়ও মুশফিকের এমন মুগ্ধতা ছড়ানোর গল্প শুনে আসছেন ছোট থেকেই। সদ্য শেষ হওয়া বিসিবি প্রেসিডেন্ট’স কাপে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে হৃদয়ের। তরুণ তারকা বললেন, কাছ থেকে মুশফিককে দেখে অনেক কিছুই শিখেছেন তিনি।
প্রেসিডেন্ট’স কাপে একই দলের হয়ে খেলেছেন মুশফিক, হৃদয়। অর্থাৎ মুশফিকের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করার সুযোগ হয়েছিল হৃদয়ের।
প্রেসিডেন্ট’স কাপ শেষে এইচপি দলের ক্যাম্পে ফিরে গেছেন ১৮ বছর বয়সী ক্রিকেটার। শুক্রবার (৬ নভেম্বর) অনুশীলনের ফাঁকে সেখান থেকে বলেছিলেন, ‘সিনিয়রদের সঙ্গে খেলা একটা বড় সুযোগ ছিল আমাদের জন্য। সবচেয়ে বড় ব্যাপার, সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করতে পেরেছি। অনেক কিছু শিখতে পেরেছি। বিশেষ করে মুশফিক ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শেখার ছিল। উনি সবসময় কিভাবে এত শৃঙ্খলার মধ্যে থাকেন, সেসব দেখে অনেক অনুপ্রাণিত হয়েছি।’
প্রেসিডেন্ট’স কাপের প্রথম ম্যাচে দলের বিপর্যয়ে দারুণ একটা ফিফটি করে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছিলেন হৃদয়। পরে আরও তিন ইনিংস ব্যাট করা হৃদয় সেট হয়েও বড় ইনিংস খেলতে পারেননি। বললেন পরবর্তীতে এসব ক্ষেত্রে ওভারকাম করার চেষ্টা থাকবে তার, ‘প্রত্যাশা তো সবারই অনেক হাই থাকে, আমারও অনেক হাই ছিল। হয়তো সেভাবে সদ্ব্যবহার করতে পারিনি। তবুও যেটুকু করেছি আমার দলের জন্য… সবসময় চেষ্টা করেছি যেকোনো জায়গায় ব্যাটসম্যান হিসেবে দলের জন্য অবদান রখতে পারি। তবে কিছু জায়গায় আরও ভালো করা উচিৎ ছিল, কিন্তু হয়নি। আশা করি পরবর্তীতে এগুলো ভালোভাবে ওভারকাম করবো।’
হৃদয়কে অনেক আগ থেকেই আগামীর বড় তারকা ভাবা হচ্ছে। যুব ওয়ানডে ইতিহাসে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। সেঞ্চুরি করেছেন ৫টি। তার চেয়ে বেশি সেঞ্চুরি করতে পেরেছেন মাত্র একজন। যুব ওয়ানডেতে টানা তিন সেঞ্চুরি করেছেন হৃদয়। যে কীর্তি আর কারো নেই।
বয়সভিত্তিক ক্রিকেটের সাফল্যের ধার ধরে রেখেছেন ঘরোয়া ক্রিকেটেও। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে ২৩ ম্যাচে ১ সেঞ্চুরি, ৭ হাফ সেঞ্চুরিতে ৮২০ রান করেছেন, গড় ৪৫.৫৫।
হৃদয় বললেন, এইচপির ক্যাম্পে থেকে নিজেকে আরও পোক্ত করে তোলার চেষ্টা করে যাচ্ছেন তিনি, ‘“এইচপি আগেও করেছি একটা (ক্যাম্প), এবারও করছি। এখানে অফ সিজনে নিজেকে প্রস্তুত করার কাজ করা যায়। পরের পর্যায়ের জন্য তৈরি হওয়া যায়। আমরা সবাই চেষ্টা করছি স্কিলে উন্নতি করতে। ভবিষ্যতে যেন আরও স্কিলফুল ক্রিকেটার হতে পারি, এই চেষ্টা করছি।’
তৌহিদ হৃদয় বাংলাদেশ ক্রিকেট বিসিবি প্রেসিডেন্ট'স কাপ মুশফিকুর রহিম