Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোহলিকে ছাঁটাইয়ের দাবি


৭ নভেম্বর ২০২০ ১৩:১২ | আপডেট: ৭ নভেম্বর ২০২০ ১৩:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বিরাট কোহলি বুঝি অপয়া! অনেক বছর ধরেই বিশ্বের সেরা ক্রিকেটার ভাবা হচ্ছে তাকে। আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। অথচ এখনো আইপিএল শিরোপা জিততে পারেননি কোহলি। আট মৌসুম ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নেতৃত্ব দিচ্ছেন। প্রতিবারই কোহলিকে তারকাসমৃদ্ধ দল গড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু শিরোপা এনে দিতে বারবারই ব্যর্থ কোহলি। ভারতের সাবেক তারকা ওপেনার গৌতম গম্ভির ও জনপ্রিয় ধারাভাষ্যকার, ক্রিকেট বিশ্লেষক সঞ্জয় মাঞ্জারেকার মনে করছেন, কোহলিকে ছাঁটাই করা উচিত বেঙ্গালুরু কর্তৃপক্ষের।

গতকাল এলিমিনেটর ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে হেরে এবারের আইপিএল থেকে বিদায় নিশ্চিত হয়েছে বেঙ্গালুরুর। তাতে কোহলির নেতৃত্বগুণ নিয়ে প্রশ্ন উঠছে আরও জোড়ালোভাবে। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর আলোচনায় খোলাখুলি ভাবে অধিনায়ক কোহলির সমালোচনা করেছেন গম্ভির, মাঞ্জারেকার।

বিজ্ঞাপন

গম্ভির বলেন, ‘৮ বছর নেতৃত্ব দিয়েও ট্রফি নেই। ৮ বছর অনেক সময়। আমাকে বলুন, অন্য কোনো অধিনায়ককে দেখুন… অধিনায়কের কথা বাদই দিলাম, অন্য কোনো খেলোয়াড় ৮ বছর খেলে শিরোপা না জিতলে তাকে কি রাখা হতো? ব্যাপারটা দায়িত্ববোধের। অধিনায়ককে দায়িত্ব নিতেই হবে। এটা স্রেফ এই বছরের ব্যাপার নয়। কোহলির সঙ্গে আমার কোনো সমস্যা নেই। কিন্তু বাস্তবতা হলো, তার এগিয়ে এসে বলা উচিত, ‘হ্যাঁ, দায় আমারই।’

অন্যদের সঙ্গে তুলনা করেছেন গম্ভির, ‘৮ বছর অনেক অনেক লম্বা সময়। রবিচন্দ্রন অশ্বিনের দিকে তাকান, দুই বছরের নেতৃত্বে (কিংস ইলেভেন পাঞ্জাবে) সাফল্য না পাওয়ায় সরিয়ে দেওয়া হয়েছে। রোহিত শর্মা মুম্বাইকে চারটি ট্রফি এনে দিয়েছে, ধোনি চেন্নাইকে এনে দিয়েছে তিনটি। এজন্যই এত লম্বা সময় নেতৃত্বে আছে। আমি নিশ্চিত, রোহিত যদি সাফল্য না আনতে পারত, তাকে এত লম্বা সময় দায়িত্বে রাখা হতো না। একেক জনের জন্য একেকরকম মানদণ্ড থাকা উচিত নয়।’

গম্ভির বলেন, ‘এমন নয় যে কোহলি অভিজ্ঞ নয়। সে ভারতের অধিনায়ক অনেক দিন ধরে। যেখানেই খেলে, সে অধিনায়কত্ব করে। কিন্তু তাকে ফল এনে দিতে হবে। সাফল্য পেতে হবে।’

মাঞ্জারেকার বলেছেন, বেঙ্গালুরু কর্তৃপক্ষেরই উচিত কোহলিকে ছাঁটাই করে দেওয়া, ‘দায়িত্বটা অধিনায়কের নিজের নয়, মালিকপক্ষকে এগিয়ে আসতে হবে। কারণ তারাই অধিনায়ক নিয়োগ দেন এবং সিদ্ধান্ত নেন, দলের জন্য কোন ধরনের নেতৃত্ব প্রয়োজন। দৃশ্যপট বদলাতে হলে, ফল বদলাতে হলে অধিনায়ক বদলাতে হবে। আমার এই আশা নেই যে কোহলি নিজে থেকেই বলবে, ‘আমি পারিনি।’ দায়িত্বটি মালিকদের।’

আইপিএল ২০২০ গৌতম গম্ভির বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর