করোনা পজিটিভ মাহমুদউল্লাহ
৮ নভেম্বর ২০২০ ১২:০৩
পাকিস্তান সুপার লিগ-পিসিএল খেলতে যাওয়ার আগে দুই দফায় করোনা পরীক্ষা করিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। দুঃখজনকভাবে দুইবারই তার পরীক্ষার ফল পজিটিভ এসেছে।
মুলতান সুলতানসের হয়ে সোমবার পাকিস্তান ক্রিকেট লিগের প্লে অফে খেলতে যাওয়ার কথা ছিল এই টাইগার টি-টোয়েন্টি দলপতির। কিন্তু তার সেই যাত্রায় বাঁধ সাধলো অদৃশ্য শত্রু করোনাভাইরাস। উদ্ভুত পরিস্থিতিতে পিসিএলে তো যেতে পারছেনই না শঙ্কা আছে আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগে খেলা নিয়েও। কেননা চলতি মাসের তৃতীয় সপ্তাহেই মাঠে গড়াবে ৫ দলের বঙ্গবন্ধু টি টোয়েন্টি লিগ।
রোববার (৮ নভেম্বর) মাহমুদউল্লাহ নিজেই তার আক্রান্তের খবর সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, ‘পাকিস্তান যাওয়ার জন্যই ৬ তারিখ পরীক্ষা করিয়েছিলাম। পজিটিভ আসার পর চমকে গেছি। নিশ্চিত হওয়ার জন্য পরদিন আরেকবার করালাম, এবারও পজিটিভ। এমনিতে কোনো সমস্যা নেই। দুই দিন আগে থেকে হালকা একটু ঠাণ্ডা লেগেছে, যেটা নরম্যালই হতে পারে। এছাড়া কোনো উপসর্গ নেই। আপাতত বাসায়ই আইসোলেশনে আছি।’