Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ত্রোপচার করালে তিন মাস মাঠের বাইরে থাকবেন ফাতি


৮ নভেম্বর ২০২০ ১৭:২৫

পরিসংখ্যান হিসেবে আনলে চলতি মৌসুমে বার্সেলোনার জয়ে লিওনেল মেসির থেকেও বেশি অবদান আনসু ফাতির। লা লিগায় ২০২০/২১ মৌসুমে ইতোমধ্যেই ফাতির নামের পাশে চারটি গোল, যার সবগুলোই এসেছে ওপেন প্লে থেকে। আর সেই ফাতিকেই ইনজুরিতে পড়ে রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধ শেষে উঠে যেতে হলো। এদিকে বার্সেলোনার চিকিৎসকরা বলছেন ফাতির সুস্থ হয়ে ফিরতে সময় লাগবে তিন থেকে চার সপ্তাহ। তবে বাঁ পায়ে অস্ত্রোপচার করালে সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরতে তাঁর সময় লাগবে দুই থেকে তিন মাস।

বিজ্ঞাপন

রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচের ৩৩তম মিনিটে আইসা মান্ডি ডি বক্সের ভেতর ফাতিকে বাজেভাবে ট্যাকেল করেন। আর তাতেই হাঁটু ধরে বক্সের মধ্যে ব্যথায় গড়াগড়ি করতে থাকেন ফাতি। তবে তখনই বার্সা কোচ রোনাল্ডো কোম্যান তাঁকে তুলে নেননি, খেলিয়েছেন প্রথমার্ধের বাকি সময়টুকুও। প্রথমার্ধের বিরতির পর ফাতিকে তুলে লিওনেল মেসিকে মাঠে নামান বার্সা কোচ। তবে আঘাত পাওয়ার পর বাকি সময়টা ঠিকমতো খেলতেই পারেননি ফাতি। তখনই মনে হচ্ছিল বাজে কিছুই হয়েছে তাঁর হাঁটুতে।

বিজ্ঞাপন

ম্যাচ শেষে ফাতির হাঁটুতে করা পরীক্ষার পর জানা গেল বাঁ পায়ের অভ্যন্তরীণ মিনিসকাস ছিঁড়ে গেছে তাঁর। ম্যাচ শেষে কোম্যান জানিয়েছিলেন, ‘বিরতির আগে ফাতি পায়ে কিছুটা অস্বস্তি বোধ করছিল। আমরা তাই তাঁকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে চাইনি। এবং এই কারণেই তাঁকে মাঠ থকে তুলে মেসিকে নামানো হয়েছে।’

এদিকে বার্সেলোনার চিকিৎসক ড্র লবেট জানিয়েছেন, ‘ফাতি যদি তাঁর পায়ে কোনো অস্ত্রোপচার না করায় তাহলে তিন থেকে চার সপ্তাহের মধ্যে ফিট হয়ে ফিরতে পারবে। কিন্তু যদি ঝুঁকিপূর্ণ কিছু ঘটে তবে তাঁকে অস্ত্রোপচার করাতে হবে এবং সে ক্ষেত্রে তাঁর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে দুই থেকে তিন মাস সময়ের প্রয়োজন হতে পারে।’

এদিকে স্প্যানিশ দৈনিক মার্কা ডাক্তার রিপোলের বরাত দিয়ে জানিয়েছে, ‘ফাতির চোটটা আমাদের সবাইকে চমকে দিয়েছে। তার অভ্যন্তরীণ মিনিসকাস ছিঁড়ে গেছে। মাথায় রাখতে হবে, ওর বয়স মাত্র ১৮। এখন যেকোনোভাবেই হোক ওর হাঁটুর কার্টিলেজকে সুরক্ষা দিতে হবে। যে কারণে ওর মিনিসকাসকে অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া লাগাতে হবে। যে কারণে তিন থেকে পাঁচ মাস মাঠের বাইরে থাকতে পারে হতে পারে ফাতিকে।’

আনসু ফাতি তিন মাস মাঠের বাইরে বার্সেলোনা বার্সেলোনা বনাম রিয়াল বেতিস হাঁটুতে ইনজুরি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর