রেকর্ড গড়ে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ পাকিস্তানের
৮ নভেম্বর ২০২০ ২১:০৯
ঘরের মাঠে প্রথম ম্যাচে জিতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০’তে এগিয়ে গিয়েছিল পাকিস্তান। এবার দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের ব্যবধানে জিতে সিরিজ নিশ্চিত করেছে বাবর আজমের দল। এই জয়ে কেবল সিরিজ জয়ই নিশ্চিত হয়নি পাকিস্তানের সেই সঙ্গে গড়া হয়েছে এক নতুন রেকর্ড। টি-টোয়েন্টিতে একটি নির্দিষ্ট দেশের বিপক্ষে সর্বোচ্চ ১৩টি জয় এখন পাকিস্তানের দখলে।
আন্তর্জাতিক ক্রিকেটের সর্বকণিষ্ঠ সংস্করণে জিম্বাবুয়ের বিপক্ষে এটি ছিল পাকিস্তানের ১৩তম জয়। পাকিস্তানের এই রেকর্ড গড়ার আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টানা সর্বোচ্চ ১২টি জয়ের রেকর্ড ছিল আফগানিস্তানের।
রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাত্র ১৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৯ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। ৪৩ বলে তিন ছক্কা ও ৬ চারে অপরাজিত ৬৬ রান আসে হায়দার আলীর ব্যাট থেকে। টি-টোয়েন্টিতে নিজের সর্বোচ্চ রানের এই ইনিংসে তিনি জেতেন ম্যাচ সেরার পুরস্কার। এর আগে অবশ্য বাবর আজম এই সিরিজে নিজের দ্বিতীয় অর্দশতক তুলে নেন। মাত্র ২৮ বলে ৫১ রান তুলতে বাবর ৮টি চার ও একটি ছক্কা হাঁকান।
হায়দারের সঙ্গে ১০০ রানের জুটি গড়ে দলীয় ১১০ রানে বাবর যখন ফিরছিলেন তখন পাকিস্তানের প্রয়োজন আর মাত্র ২৪ রান হাতে ৮ উইকেট। শেষ পর্যন্ত খুশদিলকে সঙ্গে নিয়ে দলকে জয় এনে দিয়েই মাঠ ছাড়েন হায়দার আলী।
এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে হারিস রউফ এবং ওসমান কাদিরের বোলিং তোপের মুখে পড়ে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। ইনিংসের দ্বিতীয় ওভারে রউফের শিকার হয়ে ফেরেন টেইলর। এরপর দলীয় ৩০ ও ৩৮ রানে ফেরেন যথাক্রমে চামু চিবাবাহ এবং শন উইলিয়ামস।
হারিস রউফের তোপের পর কাদিরের স্পিনে ভেঙে জিম্বাবুয়ের মিডল অর্ডার। শেষ দিকে একটি করে ছক্কা ও চারে ২২ বলে অপরাজিত ৩২ রানের ইনিংসে দলকে টানেন রায়ান বার্ল। কাদির ২৩ রানে নেন ৩ উইকেট। পেসার হারিস ৩ উইকেট নেন ৩১ রানে। একই ভেন্যুতে মঙ্গলবার হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।
স্কোরকার্ড:
জিম্বাবুয়ে: ১৩৪/৭, ২০ ওভার; (টেইলর ৩, চিবাবা ১৫, উইলিয়ামস ১৩, মাধেভেরে ২৪, রাজা ৭, বার্ল ৩২, চিগুম্বুরা ১৮, টিরিপানো ১৫, চিসোরো ৩*;) (রউফ ৩/৩১, কাদির ৩/২৩)
পাকিস্তান: ১৩৭/২; ১৫ দশমিক ১ ওভার, (ফখর ৫, বাবর ৫১, হায়দার ৬৬*, খুশদিল ১১*); (মুজারাবানি ২/৩২)
ফলফল: পাকিস্তান ৮ উইকেটে জয়ী।
টি-টোয়েন্টি সিরিজ দ্বিতীয় টি-টোয়েন্টি পাকিস্তান বনাম জিম্বাবুয়ে পাকিস্তানের জয় সিরিজ জয়