Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভ্যালেন্সিয়ার কাছে হারের দায় নিজের কাঁধে নিলেন জিদান


৯ নভেম্বর ২০২০ ১২:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে যাওয়ার আগে এটিই ছিল রিয়াল মাদ্রিদের শেষ ম্যাচ। আর সেই ম্যাচেই চার গোল হজম করে ম্যাচ হেরেছে ৪-১ গোলের ব্যবধানে। রিয়ালের হজম করা চারটি গোলের তিনটিই করেছেন ভ্যালেন্সিয়ার কার্লোস সোলার। আর তিনটি গোলই এসেছে পেনাল্টি স্পট থেকে। বাকি একটি এসেছে রাফায়েল ভারানের আত্মঘাতি গোল থেকে। রিয়ালের হয়ে একটি গোল করেন করিম বেনজেমা।

ম্যাচের ২৩ মিনিটে মার্সেলোর কাছ থেকে পাওয়া পাস ভ্যালেন্সিয়ার ডি বক্সের ঠিক সামনে থেকে জোরালো শটে বল জালে জড়ান করিম বেনজেমা। আর তাতেই ১-০’তে এগিয়ে যায় চ্যাম্পিয়নরা। তবে এরপরেই যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে রিয়ালের গোটা দল। ম্যাচের ২৯ মিনিটের মাথায় রিয়ালের রক্ষণের ডান প্রান্তে লুকাস ভাস্কেজ ডি বক্সের ভেতর হ্যান্ডবল করলে ভ্যালেন্সিয়াকে পেনাল্টি দেয় রেফারি।

বিজ্ঞাপন

স্পট কিক থেকে ভ্যালেন্সিয়া কার্লোস সোলারির নেওয়ার শট আটকে দেন কোর্তোয়া, এরপর রুখে দেওয়া বল সোলারি দ্বিতীয়বার শট নিলে বল বারে লেগে ফিরে আসে তবে তৃতীয়বারের চেষ্টায় গোল করেন ইউনুস মুসাহ। কিন্তু রেফারি ভিএআর পর্যবেক্ষণ করে দেখেন শট নেওয়ার আগেই ডি বক্সে ঢুকে পড়ে ভ্যালেন্সিয়ার খেলোয়াড় তাই নিয়ম অনুযায়ী দ্বিতীয়বার পেনাল্টি নেওয়ার সুযোগ পায় সোলারি। এবার আর ভুল করেননি তিনি বল জালে জড়িয়ে দলকে সমতায় ফিরিয়েছেন।

এরপর ম্যাচের ৪৩ মিনিটের মাথায় রাফায়েল ভারান আত্মঘাতি গোল করলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। দ্বিতীয়ার্ধেও রিয়ালের ছন্ন ছাড়া পারফরম্যান্সকে কাজে লাগায় ভ্যালেন্সিয়া। ম্যাচের ৫১ মিনিটের মাথায় ডি বক্সের ভেতর মার্সেলো ভ্যালেন্সিয়ার গায়াকে ফাউল করলে পেনাল্টি দেন রেফারি, স্পট কিক থেকে এবার প্রথম সুযোগেই গোল করেন সোলারি। এরপর ম্যাচের ৬২ মিনিটে সার্জিও রামোসের হ্যান্ডবলে ম্যাচের তৃতীয়বারের মতো পেনাল্টি পায় ভ্যালেন্সিয়া।

এবার স্পট কিক থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন সোলারি আর ভ্যালেন্সিয়াকে এগিয়ে নেন ৪-১ গোলের ব্যবধানে। এরপর দুই দলই বেশ কিছু সুযোগ পেলেও আর কোনো গোল না হওয়ায় ভ্যালেন্সিয়া ৪-১ গোলের ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে।

ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান হারের দায়ভার নিজের কাঁধে নেন। তিনি বলেন, ‘এই হারের দায়ভার সম্পূর্ণ আমার কারণ আমি দলের কোচ। আমিই সবকিছু ঠিক করি। আমরা প্রথমার্ধের কিছু সময় দারুণ খেলেছি তবে এরপর কি করতে হবে সেটাই যেন ভুলে গিয়েছিলাম। এটা নিয়ে আমাদের আরও অনেক কাজ করতে হবে। এবং সামনে আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।’

২০২০/২১ মৌসুম জিনেদিন জিদান ভ্যালেন্সিয়া বনাম রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদ স্প্যানিশ লা লিগা

বিজ্ঞাপন

পবিত্র আশুরা আজ
৬ জুলাই ২০২৫ ০৩:১৮

আরো

সম্পর্কিত খবর