আম্পায়ারকে অশালীন কথা বলে জরিমানা গুনছেন সরফরাজ
৯ নভেম্বর ২০২০ ১৪:২৮
আবারও সংবাদের শিরোনামে পাকিস্তানের অধিনায়কত্ব হারানো সরফরাজ আহমেদ। এবার অবশ্য ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারকে অশালীন কথা বলে জরিমানা গুনে শিরোনাম হয়েছেন সরজফরাজ। জাতীয় দল যখন জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলছে সেই সময়টাতেই দলের জায়গা হারিয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন সরফরাজ। আর সেখানেই ঘটিয়েছে এই কাণ্ড।
পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট কায়েদ-ই-আজম ট্রফির খেলা চলছে। আর এবারের ঘরোয়া লিগে সিন্ধের অধিনায়কত্ব করছে সরফরাজ, নর্দানের বিপক্ষে ম্যাচ চলাকালে আম্পায়ারের একটি সিদ্ধান্ত মেনে নিতে না পেরে বারবার মন্তব্য করছিলেন এই ক্রিকেটার। তাঁর মন্তব্যের ভাষাগুলো ক্রিকেটার সুলভ ছিল না। তাই তার বিরুদ্ধে আভিযোগ আনেন আম্পায়াররা।
এরপর ম্যাচ রিপোর্টের পর ম্যাচ রেফারি সরফরাজের ম্যাচ ফি’র ৩৫ শতাংশ জরিমানা করেন।
সরফরাজ ছাড়াও একই দিনে অন্য একটি ম্যাচে আম্পায়ারের সঙ্গে দুর্ব্যবহার করে জরিমানা গুনেছেন সেন্ট্রাল পাঞ্জাবের ব্যাটসম্যান উসমানকে করা হয়েছে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা। তাকে জরিমানা করার কারণ হলো তার বিরুদ্ধে একটি লেগ বিফোর উইকেটের আবেদনের সময়ে তিনি বারবার এমনভাবে ব্যাট ঘুরাচ্ছিলেন যেটা আম্পায়ারকে ভ্রান্ত করে দিয়েছিল।
আম্পায়ারকে অশালীন কথা জরিমানা পাকিস্তানি ক্রিকেটার পিসিবি সরজফরাজ আহমেদ সাবেক অধিনাক